সেপ্টেম্বরেই মুক্তি পেতে চলেছে অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’। ছবির ঘোষণা হয়েছিল ২০১৪-য়, তার পর থেকেই শিরোনামে এই ছবি। বহু প্রতীক্ষিত এই ছবি বিতর্কের বেড়াজাল পেরিয়ে এ বার নিশ্চিত মুক্তির অপেক্ষায়। হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড়-- এই পাঁচটি ভাষায় দেখা যাবে ‘ব্রহ্মাস্ত্র’। কল্পনা ও অতিপ্রাকৃত রহস্যের আধারে নির্মিত এই ছবির পরতে পরতে চমক, এমনই দাবি পরিচালকের।
সম্প্রতি এই ছবির বিষয়ে খোঁজ নিতে গেলেই আর এক চমকের মুখোমুখি হবেন দর্শক। নেটমাধ্যমের অনেক জায়গাতেই অভিনেতার তালিকায় জ্বলজ্বল করছে ‘মির্জাপুর’ সিরিজের মুন্নার চরিত্রের অভিনেতা দিব্যেন্দু শর্মার নাম। এতেই ‘ব্রহ্মাস্ত্র' নিয়ে কৌতূহলের পারদ চড়েছে।
কেউ মনে করছেন, ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে অভিনেতাকে, কেউ আবার ‘ব্রহ্মাস্ত্র’-র সিক্যুয়েলে দিব্যেন্দুকে দেখা যাবে, সেই খবরই আগাম হাওয়ায় ভাসছে, এমনটাই মনে করছেন।