Advertisement
০১ মে ২০২৪

এ কোন মহেঞ্জোদারো

সোমবার প্রকাশ পেল আশুতোষ গোয়ারিকর পরিচালিত ও হৃতিক রোশন অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘মহেঞ্জোদরো’-র ট্রেলার। তবে ট্রেলার দেখে দর্শকরা তেমন কৌতূহলী নয়। বরং নানা ব্যঙ্গ কৌতুকে জমে উঠেছে টুইটার। কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে ছবির পরিচালক-সহ নবাগতা অভিনেত্রী পূজা হেগড়েকেও। প্রশ্ন উঠেছে, ছবিটি কি আদৌ যথার্থ ভাবে ইতিহাসকে দেখিয়েছে?

সংবাদসংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ জুন ২০১৬ ০৯:২১
Share: Save:

সোমবার প্রকাশ পেল আশুতোষ গোয়ারিকর পরিচালিত ও হৃতিক রোশন অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘মহেঞ্জোদরো’-র ট্রেলার। তবে ট্রেলার দেখে দর্শকরা তেমন কৌতূহলী নয়। বরং নানা ব্যঙ্গ কৌতুকে জমে উঠেছে টুইটার। কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে ছবির পরিচালক-সহ নবাগতা অভিনেত্রী পূজা হেগড়েকেও। প্রশ্ন উঠেছে, ছবিটি কি আদৌ যথার্থ ভাবে ইতিহাসকে দেখিয়েছে?

একটি টুইটে বলা হয়েছে, হাই স্লিট গাউনে পূজার পা বার করা পোজ কান চলচ্চিত্র উৎসবে অ্যাঞ্জেলিনা জোলির বিখ্যাত ফটোশ্যুট মনে করিয়ে দিচ্ছে। মানে ওই যুগেও এটা ফ্যাশনে ট্রেন্ড ছিল বলে খোরাক করেছেন অনেকে। অ্যাঞ্জেলিনার আগেই হরপ্পা সভ্যতার মহিলারা ওই পোজ রপ্ত করেছিলেন বলে কটাক্ষ করা হয়েছে। আর একটি টুইটে বলা হয়েছে, ছবির নায়ক হৃতিক নন। বরং একটি উড়ন্ত কুমির, যার সঙ্গে লড়াই করতে দেখা যাচ্ছে ভারতের প্রথম সুপারহিরোকে। প্রশ্ন উঠেছে ঘোড়া দেখানো নিয়েও। আশুতোষ এত সময় নিয়ে একটি ছবি তৈরি করেন যে তাঁর ছবির শ্যুটিং শেষ হতে হতে হরপ্পায় ঘোড়াও এসে গিয়েছিল বলে টুইট করেছেন এক জন। ছবিতে নায়িকার পোশাক নিয়েও প্রশ্ন উঠেছে। একটি টুইটে বলা হয়েছে, রজনীকান্ত অভিনীত ‘রোবট’ ছবির একটি গানে ঐশ্বর্যা রাই যেমন মাথার মুকুটে পালক লাগিয়েছিলেন, সেই আদলেই ডিজাইন করা হয়েছে অভিনেত্রী পূজা হেগড়ের পোশাক। মহেঞ্জোদরো কথাটির অর্থ ‘মৃতের স্তূপ’। মহেঞ্জোদরো সভ্যতার অধিবাসীরা নিশ্চয়ই আশুতোষের এই ঐতিহাসিক ছবির ট্রেলার দেখে সেই মহেঞ্জোদরোকে খুঁজে পেতেন না—এমন টুইটও করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mohenjo Daro Twitter
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE