Advertisement
E-Paper

মাতৃত্বের তিন মুখ! মা, শাশুড়িকে কুর্নিশ জানিয়ে নিককেও ধন্যবাদ দিলেন প্রিয়ঙ্কা

দুই শক্তিশালী মাকে কাছ থেকে দেখছেন। নিজেও তেমনটাই হতে চান প্রিয়ঙ্কা চোপড়া। মালতীর জন্য সব কিছু ছাড়তে রাজি আছেন তিনি। মাতৃদিবসে প্রকাশ্যে তাঁদের পারিবারিক মুহূর্ত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৩ ১১:২১
‘Mother-in-law of a genius’: Priyanka Chopra’s mom Madhu has a special message for Nick Jonas

নির্ধারিত সময়ের আগেই জন্মেছিল তাঁদের কন্যা, দুশ্চিন্তার প্রহর কাটিয়েছেন তারকাদম্পতি। ছবি—ইনস্টাগ্রাম

বিশ্ব মাতৃদিবসে দুই মাকেই শুভেচ্ছা জানালেন প্রিয়ঙ্কা চোপড়া। কত না-দেখা মুহূর্ত রিল এবং ভিডিয়ো বানিয়ে সমাজমাধ্যমে দিয়েছেন তাঁর মা মধু চোপড়াও। অন্য দিকে, শাশুড়ি ডেনিস জোনাসের সঙ্গেও জমিয়ে উদ্‌যাপন করলেন প্রিয়ঙ্কা চোপড়া।

নিজেও যে মাতৃত্বের স্বাদ উপভোগ করছেন দু’বছর হল। কন্যা মালতীকে ঘিরেই উচ্ছল হয়ে উঠল প্রিয়ঙ্কার মাতৃদিবসের অনুভূতি। সে দিকে তাকিয়ে নিকেরও মন ভরে যায়। জীবনের পরম প্রাপ্তি যে এমনই ভরা সংসার। মা-মেয়ের একসঙ্গে ছবি দিয়ে নিক লেখেন, “শুভ মাতৃদিবস প্রিয়া, তুমি অনন্যসাধারণ এক জন মা। তোমার আলোয় আমাকে এবং আমাদের মালতীকে ভরিয়ে রেখেছ প্রতি দিন। আমাদের গোটা পৃথিবী তুমি।”

প্রিয়ঙ্কা সেই পোস্টের প্রতিক্রিয়ায় স্বামীকে লেখেন, “তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালবাসি। আমায় মাতৃত্ব উপহার দেওয়ার জন্য তোমায় ধন্যবাদ।” সঙ্গে এঁকে দেন চুম্বনের ইমোজি। নিকের শেয়ার করা ভিডিয়তে দেখা যায় প্রিয়ঙ্কা রাস্তা পেরোনোর অপেক্ষা করছেন। তাঁর কোলে ছোট্ট মালতী। প্রিয়ঙ্কা ট্রাফিক সিগন্যাল অনুসরণ করে রাস্তা পার হওয়ার সুযোগ পেতেই খিলখিল করে হেসে ওঠে তাঁর কন্যা। মা এবং মায়ের কোলে মেয়ে, দু’জনেই লাফাতে লাফাতে রাস্তা পার হয়ে যান। ভিডিয়োটি ক্যামেরাবন্দি করেন নিক নিজেই। তাঁর কণ্ঠ ভেসে আসে, মেয়েকে বলছেন, “হাই মালতী!” মধুর সেই পারিবারিক মুহূর্ত অনুরাগীদের মন ছুঁয়ে গিয়েছে। সকলেই বলছেন, “প্রিয়ঙ্কা মা হিসাবেও দারুণ!”

গত বছর সারোগেসির মাধ্যমে মালতীকে পৃথিবীতে এনেছেন নিক-প্রিয়ঙ্কা। নির্ধারিত সময়ের আগেই জন্মেছিল তাঁদের কন্যা। দুশ্চিন্তার প্রহর কাটিয়েছেন তারকাদম্পতি। প্রিয়ঙ্কা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মালতীর স্বাস্থ্যের যত্ন নিয়েছেন তাঁর নিজের মা এবং শাশুড়ি মিলে। প্রিয়ঙ্কার কথায়, “আমার মা পৃথিবীর সেরা শক্তিশালী মহিলা। তাঁর মা-ও তা-ই ছিলেন। পরিবারে শক্তিশালী নারীদেরই দেখেছি। আমার মা আমার জীবনে সেরা উপহারের মতো।”

এর পরই শাশুড়ির উদ্দেশে প্রিয়ঙ্কা লেখেন, “ডেনিস, তোমাকেও ধন্যবাদ জানাই নিকের মতো এক ব্যতিক্রমী পুত্রকে বড় করার জন্য। আমার পরিবারকে এত আপন করে নেওয়ার জন্য এবং ভালবাসার জন্য তোমার প্রতি কৃতজ্ঞতা জানাই।”

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তাঁর জন্য অভিভাবকদের স্বার্থত্যাগ করতে দেখেছেন। মালতীর জন্য তিনি কেরিয়ার বিসর্জন দিয়ে সর্ব ক্ষণের জন্য মাতৃত্ব উদ্‌যাপন করতে পারেন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy