কলকাতার শিক্ষা প্রতিষ্ঠানে পরামর্শদাতা প্রয়োজন। ওই কাজের জন্য এমবিএ ডিগ্রিধারীদের থেকে আবেদন চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট পদে একজনকে নিয়োগ করা হবে।
নিযুক্তের পোস্টিং ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ (এনআইটিটিইআর), কলকাতায় হতে চলেছে। তাঁকে পরামর্শদাতা ছাড়াও ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার পদের দায়িত্বও পালন করতে হবে। এ ক্ষেত্রে ন্যূনতম পাঁচ বছর পরামর্শদাতা পদে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা দরকার।
আরও পড়ুন:
তবে, এমবিএ ছাড়াও যাঁরা ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। তাঁদের উল্লিখিত পদে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
মোট ১২ মাস অর্থাৎ এক বছরের চুক্তিতে নিযুক্তকে কাজ করতে হবে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৪০,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। কাজটি করতে আগ্রহীদের একটি ফর্ম পূরণের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ২২ ডিসেম্বর।