সম্প্রতি ছোটপর্দায় ফিরেছেন দর্শকের পছন্দের চরিত্র ‘তুলসী’। জনপ্রিয় ধারাবাহিক ‘কিউঁকি সাস ভি কভি বহু থি’ আবার দর্শকের কাছে নিয়ে এসেছেন প্রযোজক একতা কপূর। এ বার সেই ধারাবাহিক প্রসঙ্গেই একতাকে বিঁধলেন পর্দার ‘শক্তিমান’ মুকেশ খন্না। তাঁর অভিযোগ, এই ধারাবাহিকটি এ দেশের নারীদের ‘স্বার্থপর’ ও ‘ষড়যন্ত্রকারী’ হিসেবে দেখায়, যার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। তাঁর কথায়, সেই ধরনের গল্প দর্শক পছন্দও করেন।
আরও পড়ুন:
কিছু দিন আগেই এক সাক্ষাৎকারে মুকেশ বলেন, ‘‘আপনার চিন্তা হয় না যে, আপনি নৈতিকতা, সংসারের রীতিনীতি সবকিছুই ঠাট্টার পর্যায়ে নিয়ে গিয়েছেন! আপনি ‘সাস ভি কভি বহু থি’র মতো ধারাবাহিক নিয়ে এসেছেন, যেখানে ছ’জন মহিলা দুল-টিপ পরে বলছেন, ‘দেখি কী করে তোমার বিয়ে হয়’! প্রত্যেক নারীকে স্বার্থপর হিসেবে দেখানো হয় এই ধারাবাহিকে। আমাদের দেশের মহিলারা এমন নন। তা সত্ত্বেও সেই ধারাবাহিক এত জনপ্রিয়তা লাভ করল!’’
প্রসঙ্গত, এক সময়ের জনপ্রিয় এই ধারাবাহিকটি ফের পর্দায় ফিরেছে নতুন অবতারে। গত ২৯ জুলাই থেকে ফের এই ধারাবাহিক ফিরেছে স্মৃতি ইরানি ও অমর উপাধ্যায়কে নিয়েই। তুলসী ও মিহির ভিরানির চরিত্রেই ফিরেছেন তাঁরা। সঙ্গে যুক্ত হয়েছে নতুন চরিত্র। অন্য দিকে, ভারতীয় টেলিভিশনের প্রথম সুপারহিরো ‘শক্তিমান’ মুকেশ প্রায়ই বিনোদন দুনিয়ার নৈতিক মূল্যবোধ ও তার গুরুত্ব নিয়ে কথা বলেন। তাঁর জনপ্রিয় ধারাবাহিক ‘শক্তিমান’ ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত দূরদর্শনে দেখানো হয়েছিল। প্রায় ৪৫০ পর্ব ধরে চলা ওই ধারাবাহিক একাধিক সামাজিক বার্তা তুলে ধরেছিল।