Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Entertainment News

‘মুখার্জীদার বউ’-এর পারফরম্যান্স কেমন?

অনসূয়া মজুমজার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, বিশ্বনাথ বসু, ঋতুপর্ণা সেনগুপ্ত, বাদশা মৈত্রর মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই ছবি ইতিমধ্যেই ভাল লেগেছে দর্শকদেরও বড় অংশের। প্রথম ছবিতে কুর্নিশ আদায় করে নিয়েছেন পৃথাও।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে মুক্তি পেয়েছে ‘মুখার্জীদার বউ’।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে মুক্তি পেয়েছে ‘মুখার্জীদার বউ’।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৯ ১৭:১৮
Share: Save:

শাশুড়ি-বউমার লড়াই বাঙালি বাড়ির চেনা গল্প। অভিমান, ঝগড়া পেরিয়ে তা কখনও কখনও নির্ভরতার, ভালবাসার সম্পর্ক হয়ে ওঠে বটে, তবে বহু ক্ষেত্রেই এ সম্পর্কে চাপা টেনশন থাকেই। সেই চিরচেনা বিষয়কে নিজের প্রথম ছবিতে ফ্রেমবন্দি করেছেন পরিচালক পৃথা চক্রবর্তী। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে মুক্তি পেয়েছে ‘উইন্ডোজ’ প্রযোজিত সেই ছবি ‘মুখার্জীদার বউ’।

ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় হাউজফুল হয়েছে। সিনে বিশেষজ্ঞ তরফে পঙ্কজ লাডিয়া বললেন, ‘‘খুব ভাল পারফর্ম করছে ‘মুখার্জীদার বউ’। সপ্তাহের মাঝখানেও হাউজফুল।’’ আবার নবীনা সিনেমার কর্ণধার নবীন চৌখানির কথায়, ‘‘উইকেন্ডে হাউজফুল যাচ্ছে ‘মুখার্জীদার বউ’। বাকি দিনেও ৯০ শতাংশ পূর্ণ থাকছে।’’

অনসূয়া মজুমজার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, বিশ্বনাথ বসু, ঋতুপর্ণা সেনগুপ্ত, বাদশা মৈত্রর মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই ছবি ইতিমধ্যেই ভাল লেগেছে দর্শকদেরও বড় অংশের। প্রথম ছবিতে কুর্নিশ আদায় করে নিয়েছেন পৃথাও।

দেখুন, বিনোদনের নানা কুইজ

আরও পড়ুন, ‘শাশুড়ি-বউমা একে অপরকে বুঝতে চেষ্টা করলেই পৃথিবী সুন্দর হতে পারে’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE