Advertisement
২৫ মার্চ ২০২৩
Bollywood

দেহব্যবসার অভিযোগে হায়দরাবাদে গ্রেফতার বলিউডি ছবির কাহিনিকার-সহ ৮ জন

দেহব্যবসার অভিযোগ মুম্বই হিন্দি চলচ্চিত্র জগতের কাহিনিকারের বিরুদ্ধে।

দেহব্যবসার অভিযোগে গ্রেফতার মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির কাহিনি লেখক।

দেহব্যবসার অভিযোগে গ্রেফতার মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির কাহিনি লেখক। গ্রাফিক: সনৎ সিংহ।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৩ ১৮:১৪
Share: Save:

হায়দরাবাদের সাইবারাবাদে দেহব্যবসা চালানোর অপরাধে গ্রেফতার ৮ জন। যাঁদের মধ্যে রয়েছেন বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির একজন কাহিনিকার। অভিযুক্তের নামে ৪টি মামলা নথিভুক্ত হয়েছে। ইমমরাল ট্র্যাফিক প্রিভেনশন অ্যাক্টের অধীনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। প্রায় সপ্তাহ খানেক অনুসন্ধান চালিয়ে গ্রেফতার করা হয় অভিযুক্তদের। ধৃতদের মধ্যে রয়েছেন এক জন বাংলাদেশি মহিলাও।

Advertisement

মুম্বই নিবাসী বছর ২৮ এর মোহিত সৎপল গর্গকে গ্রেফতার করেছে হায়দরাবাদ পুলিশ। ২০২০ সাল থেকে মানব পাচারের সঙ্গে যুক্ত মোহিত, অনুমান পুলিশের। মুম্বই, দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু থেকে প্রায় ৩০০ থেকে ৪০০ জনকে অন্ধকার জগতের দিকে ঠেলে দিয়েছেন হিন্দি ফিল্ম জগতের এই কাহিনি লেখক।

গ্রেফতার ৮ অভিযুক্তের মধ্যে রয়েছেন জানওয়ার বিশাল, মহম্মদ সোহেল আহমেদ, মহম্মদ খালিল, মেহেদি দাস, মুন্থা শ্রীকান্ত প্রমুখ। গ্রেফতার হওয়া বছর ২৬-এর বাংলাদেশি মহিলার পরিচয়ও প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ওই মহিলার নাম মুল্লা নাসরিন।

Advertisement

পুলিশ এই ৮ অভিযুক্তদের কাছে থেকে ৫টি ল্যাপটপ, একটি সোয়াইপিং মেশিন, দুটো স্ক্যানার, ৩টি বাইক, একটি গাড়ি ও পঁচিশটি প্যান কার্ড বাজেয়াপ্ত করেছে।

অ্যান্টি হিউম্যান ট্র্যাফিক ইউনিটের তরফ থেকে জানানো হয়েছে, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মেয়েদেরকে এই ব্যবসায় নিযুক্ত করা হত। মাধবপুর গাচিবৌলি এলাকায় এঁদের নামে অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতেই তদন্ত চালায় পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.