বলিউডের অন্যতম নামকরা সুরকার জুটি হলেন সচিন-জিগর। এই জুটির সচিন সংঘ্বিকে সম্প্রতি গ্রেফতার করে পুলিশ। কারণ ২৯ বছর বয়সি এক মহিলা তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। যদিও গ্রেফতার করার পর পরই জামিনে ছাড়া পান সুরকার। ঠিক কী কী অভিযোগ উঠেছে সচিনের বিরুদ্ধে?
সচিন–জিগর জুটি হিন্দি সিনেদুনিয়াকে একাধিক হিট গান দিয়েছে। সম্প্রতি তমন্না ভাটিয়া অভিনীত ‘আজ কি রাত’ গানের স্রষ্টা তাঁরাই। সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘থামা’-তেও সঙ্গীত পরিচালনা করেছেন তাঁরা। সচিন-জিগরের সফল গানগুলির মধ্যে রয়েছে ‘তরস’, ‘এক জ়িন্দেগি’, ‘অপনা বনা লে’, ‘তেরে ওয়াস্তে’, ‘ফির অউর কেয়া চাহিয়ে’ ইত্যাদি। শুধু সুরকার নয়, গায়ক হিসাবেও খ্যাতি লাভ করেছেন সচিন। ৪৫ বছরের এই সুরকারের স্ত্রী আছেন, কিশোরী এক কন্যাসন্তানের বাবা তিনি।
অভিযোগ, ২০২৪ সালে তাঁর সঙ্গে সমাজমাধ্যমে আলাপ হয় অভিযোগকারিণীর। প্রথমে আলাপ, তার পর প্রেম। সেই তরুণীর অভিযোগ, তাঁদের শারীরিক সম্পর্ক হয়েছিল। ওই তরুণীর আরও দাবি, তাঁর অজান্তেই নাকি সচিন তাঁকে গর্ভনিরোধক ওষুধ খাওয়াতেন। শুধু তাই-ই নয়, বিয়ের প্রতিশ্রুতিও নাকি দিয়েছিলেন সচিন। এ দিকে কোনও কথাই তিনি রাখেননি। ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি গ্রেফতার করা হয় সচিনকে। যদিও গায়কের আইনজীবীর দাবি, তাঁর মক্কেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।