Advertisement
E-Paper

মুম্বইয়ের বৃষ্টিতে ভিজে দীপিকার প্রথম প্রেম, কে সেই প্রেমিক, প্রকাশ্যে এলেন, উজাড় করলেন স্মৃতি

প্রকাশ্যে এলেন দীপিকার মুম্বইয়ের প্রথম প্রেমিক। অভিনেত্রী নিজেই প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। এখন সেই প্রেমিকের তুলনায় কয়েকগুণ বেশি সফল দীপিকা, ছিন্ন হয়েছে যোগাযোগ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুন ২০২৫ ১৮:৩৬
Muzammil Ibrahim opens up dating deepika Padukone for 2 years

(বাঁ দিকে) মুজ্জামিল ইব্রাহিম, দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত।

দীপিকা পাড়ুকোন বলিউডের অন্যতম সফল অভিনেত্রী। তাঁর কর্মজীবন থেকে ব্যক্তিগত জীবন বার বার এসেছে সংবাদ শিরোনামে। একাধিক প্রেম দীপিকার— মহেন্দ্র সিংহ ধোনি থেকে যুবরাজ সিংহ। যদিও তাঁর সব চেয়ে চর্চিত প্রেমিক ছিলেন রণবীর কপূর ও ধনকুবের বিজয় মাল্যের ছেলে সিদ্ধার্থ মাল্য। যদিও একটা প্রেমও পরিণতি পায়নি। অভিনেতা রণবীর সিংহকে বিয়ে করে ঘোরতর সংসারী দীপিকা। এক সন্তানের মা তিনি। এ বার প্রকাশ্যে এলেন দীপিকার মুম্বইয়ের প্রথম প্রেমিক। শোনা যায়, নিজেই প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। এখন সেই প্রেমিকের তুলনায় কয়েকগুণ বেশি সফল দীপিকা, ছিন্ন হয়েছে যোগাযোগ।

দীপিকার মুম্বইয়ে আসতেই যাকে মন দিয়ে বসেন তিনি মুজ্জামিল ইব্রাহিম। বিগত শতকের সুপারহিট মডেল শুধু তাই নন, একাধিক জনপ্রিয় মিউজ়িক ভিডিয়ো, ধারাবাহিকে কাজ করেছেন। যখন দীপিকা মুম্বইয়ে আসেন সেই সময় অভিনেত্রীর তুলনায় অনেক বেশি সফল ছিলেন, অনেক বেশি উপার্জন করতেন বলেই দাবি করেছেন মুজ্জামিল। তাঁর কথায়, ‘‘ দীপিকাকে প্রথম থেকেই সকলে চিনত। কারণ ও প্রকাশ পাড়ুকোনের মেয়ে। ওকে খুব বেশি নিজেকে চেনাতে হয়েছে, তেমন নয়। বছর দুয়েক সম্পর্কে ছিলাম। ওই আমাকে প্রেমের প্রস্তাব দেয়। মুম্বইয়ের বর্ষায় ভিজে আমরা প্রেম করেছি। ওর সঙ্গে অটোয় চেপে প্রেম করেছি। ওর সঙ্গে কাটানো মুহূর্তগুলো দারুণ ছিল। এখন ও অনেক সফল। আমি ঠিক তার উল্টো। টিভিতে দেখি, ভাল লাগে। মনে পড়ে ফেলা আসা দিনগুলো।’’ যদিও দীপিকার বিয়ের আগে কথা হতো ফোনে, সেটাও জানান মুজ্জামিল। দীপিকার সাফল্যে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। যদিও রণবীর সিংহকে বিয়ে করার পর থেকে একেবারেই যোগাযোগ ছিন্ন হয়ে যায় দু’জনের।

Deepika Padukone Muzammil Ibrahim
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy