এক সময় ‘রকস্টার’ এবং ‘ম্যাড্রাস কাফে’র মতো ছবির মাধ্যমে পরিচিতি পান নারগিস ফকরি। কিন্তু সময়ের সঙ্গে বলিউড আর অভিনেত্রীর মধ্যে দূরত্ব বেড়েছে। বলিউড ত্যাগ করে অভিনেত্রী পাড়ি দেন মার্কিন মুলুকে। এক সময় রণবীর কপূরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তাঁর। তার পর প্রায় পাঁচ বছর উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে ছিলেন। সেই সময় যদিও সম্পর্কের কথা স্বীকার করেননি তিনি। পরে প্রেম ভাঙার পর সম্পর্কের কথা স্বীকার করেন নার্গিস। একাধিক বার মন ভেঙেছে তাঁর। এ বার বিয়ে করে সংসারী হলেন নার্গিস। পাত্রটি কে?
আরও পড়ুন:
শোনা যাচ্ছে, অভিনেত্রী আমেরিকার টোনি বেগ নামক এক উদ্যোগপতিকে বিয়ে করেছেন। ক্যালিফোর্নিয়ার বেভারি হিলসের একটি বিলাসবহুল হোটেলে বসে বিয়ের আসর। খুবই ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের উপস্থিতিতে বিয়ে সারেন তাঁরা। ইতিমধ্যেই সুইৎজ়ারল্যান্ডে মধুচন্দ্রিমায় গিয়েছেন নার্গিস ও তাঁর স্বামী। যদিও নবদম্পতির ছবি এখনও প্রকাশ্যে আসেনি। তবে তাঁদের ঘনিষ্ঠ এক বন্ধু সমাজমাধ্যমে একটি পাঁচতলা কেকের ছবি দেন। সেখানেই লেখা, ‘‘শুভ বিবাহ এনটি ও টিবি।’’ নার্গিস ও তাঁর স্বামীর নামের আদ্যক্ষর বলেই ধারণা নেটাগরিকদের।