Advertisement
০১ ডিসেম্বর ২০২২

নাসিরের ভিলেন অবতার

ভিলেনের ভূমিকায় তিনি মোটেই নতুন নন। কিন্তু ‘কৃশ’ অথবা ‘মোহরা’-য় তাঁর অবতারটি ছিল ‘দুর্ধর্ষ দুশমন’-এর। এর পাশাপাশি, কমেডিয়ান হিসেবে নাসিরুদ্দিন শাহ যে লা-জবাব, সেই সাক্ষ্যও দুর্লভ নয়। এই দুই ভাবমূর্তির একটা মিশেল দেখা যেতে পারে আনিজ বাজমির ‘ওয়েলকাম ব্যাক’ ছবিতে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৫ ০০:০০
Share: Save:

ভিলেনের ভূমিকায় তিনি মোটেই নতুন নন। কিন্তু ‘কৃশ’ অথবা ‘মোহরা’-য় তাঁর অবতারটি ছিল ‘দুর্ধর্ষ দুশমন’-এর। এর পাশাপাশি, কমেডিয়ান হিসেবে নাসিরুদ্দিন শাহ যে লা-জবাব, সেই সাক্ষ্যও দুর্লভ নয়। এই দুই ভাবমূর্তির একটা মিশেল দেখা যেতে পারে আনিজ বাজমির ‘ওয়েলকাম ব্যাক’ ছবিতে। ৬৪ বছর বয়সী জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা এ ছবিতে খলনায়ক। তবে, এখানে তাঁর ভিলেনপনা নেহাৎই হাস্যকর। ২০০৭-এর জনপ্রিয় কমেডি ‘ওয়েলকাম’-এ ভিলেনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন ফিরোজ খান। ‘ডন আরডিএক্স’ নামের সেই চরিত্রটি ছিল সিরিও-কমিক। সেই ছবির সিকোয়েল ‘ওয়েলকাম ব্যাক’-এ ভিলেনের নাম ওয়ান্টেড ভাই। এই পর্বে ফিরে আসছেন প্রিকোয়েলের অনেকেই। উদয় ভাইয়ের ভূমিকায় নানা পটেকর, মজনু ভাইয়ের চরিত্রে অনিল কপূরের জুটি এ বারেও অম্লান। এ বার তাঁদের কাজ হল বোনের জন্য উপযুক্ত পাত্র সন্ধান। বোনের ভূমিকায় রয়েছেন শ্রুতি হাসন। থাকছেন জন আব্রাহামও। এ ছবিতে ডিম্পল কাপাডিয়াকে দেখা যাবে এক বিশেষ চরিত্রে। তা ছাড়া, ‘ওয়েলকাম ব্যাক’-এ প্রথম অভিনয় করছেন মডেল সাক্ষী মাগু। ফিরোজ নাদিয়াওয়ালার প্রযোজনায় ‘ওয়েলকাম ব্যাক’ মুক্তি পেতে পারে সেপ্টেম্বরের শুরুতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.