Advertisement
E-Paper

নাসিরের ভিলেন অবতার

ভিলেনের ভূমিকায় তিনি মোটেই নতুন নন। কিন্তু ‘কৃশ’ অথবা ‘মোহরা’-য় তাঁর অবতারটি ছিল ‘দুর্ধর্ষ দুশমন’-এর। এর পাশাপাশি, কমেডিয়ান হিসেবে নাসিরুদ্দিন শাহ যে লা-জবাব, সেই সাক্ষ্যও দুর্লভ নয়। এই দুই ভাবমূর্তির একটা মিশেল দেখা যেতে পারে আনিজ বাজমির ‘ওয়েলকাম ব্যাক’ ছবিতে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৫ ০০:০০

ভিলেনের ভূমিকায় তিনি মোটেই নতুন নন। কিন্তু ‘কৃশ’ অথবা ‘মোহরা’-য় তাঁর অবতারটি ছিল ‘দুর্ধর্ষ দুশমন’-এর। এর পাশাপাশি, কমেডিয়ান হিসেবে নাসিরুদ্দিন শাহ যে লা-জবাব, সেই সাক্ষ্যও দুর্লভ নয়। এই দুই ভাবমূর্তির একটা মিশেল দেখা যেতে পারে আনিজ বাজমির ‘ওয়েলকাম ব্যাক’ ছবিতে। ৬৪ বছর বয়সী জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা এ ছবিতে খলনায়ক। তবে, এখানে তাঁর ভিলেনপনা নেহাৎই হাস্যকর। ২০০৭-এর জনপ্রিয় কমেডি ‘ওয়েলকাম’-এ ভিলেনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন ফিরোজ খান। ‘ডন আরডিএক্স’ নামের সেই চরিত্রটি ছিল সিরিও-কমিক। সেই ছবির সিকোয়েল ‘ওয়েলকাম ব্যাক’-এ ভিলেনের নাম ওয়ান্টেড ভাই। এই পর্বে ফিরে আসছেন প্রিকোয়েলের অনেকেই। উদয় ভাইয়ের ভূমিকায় নানা পটেকর, মজনু ভাইয়ের চরিত্রে অনিল কপূরের জুটি এ বারেও অম্লান। এ বার তাঁদের কাজ হল বোনের জন্য উপযুক্ত পাত্র সন্ধান। বোনের ভূমিকায় রয়েছেন শ্রুতি হাসন। থাকছেন জন আব্রাহামও। এ ছবিতে ডিম্পল কাপাডিয়াকে দেখা যাবে এক বিশেষ চরিত্রে। তা ছাড়া, ‘ওয়েলকাম ব্যাক’-এ প্রথম অভিনয় করছেন মডেল সাক্ষী মাগু। ফিরোজ নাদিয়াওয়ালার প্রযোজনায় ‘ওয়েলকাম ব্যাক’ মুক্তি পেতে পারে সেপ্টেম্বরের শুরুতে।

Naseeruddin Shah Welcome Back Nana Patekar Anil Kapoor Shruti Haasan Dimple Kapadia John Abraham জন আব্রাহাম অনিল কপূর
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy