দিনে আট ঘণ্টা কাজ করার দাবি নিয়ে দীপিকা পাড়ুকোনের বক্তব্য বিগত কয়েক মাস ধরে চর্চায়। এই কারণে, ‘স্পিরিট’ ও ‘কল্কি ২৮৯৮ এডি’-এর সিক্যুয়েল থেকে বাদ পড়েছেন অভিনেত্রী। ইন্ডাস্ট্রির বহু তারকাই এই বিষয়ে নিজেদের মতামত প্রকাশ করেছেন। এ বার মুখ খুললেন নওয়াজ়উদ্দীন সিদ্দীকী। কী বললেন তিনি?
আপাতত ‘থামা’র সাফল্যের আনন্দে ভাসছেন নওয়াজ়। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রিতে কাজের সময় নিয়ে মুখ খুললেন তিনি। অভিনেতার কথায়, “এই বিষয়ে আমি খুব বেশি জানি না। বিস্তারিত পড়তে হবে। যত ঘণ্টার কাজে সকলে স্বচ্ছন্দ, সেটাই করা উচিত। সকলের জন্য একই নিয়ম হওয়া উচিত। যাতে আপনি ক্লান্তও হয়ে পড়বেন না, এবং নিজের কাজটা ভাল করে শেষ করতে পারবেন।”
বেশ কয়েক মাস ধরেই দীপিকার দাবি নিয়ে সরগরম বলিউড। মা হওয়ার পর নতুন ছবির কাজ শুরুর আগে অভিনেত্রী শর্ত রেখেছিলেন যে, প্রতি দিন তিনি আট ঘণ্টার বেশি কাজ করবেন না। তাঁর কথায়, ইন্ডাস্ট্রির একাধিক তারকা, বিশেষত পুরুষ তারকারা এই নিয়ম মেনে চলেন। সেটা কারও অজানা নয়, দাবি অভিনেত্রীর। “একজন মহিলা বলছেন বলেই যদি এটা অযাচিত দাবি বলে মনে হয়, তা হলে তা-ই,” স্পষ্ট জানিয়েছিলেন দীপিকা। তাঁর দাবি, একাধিক পুরুষ অভিনেতা সপ্তাহান্তেও কাজ করেন না।
আরও পড়ুন:
তাঁর দাবি না মানার কারণেই সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘স্পিরিট’ ছবি থেকে সরেছেন অভিনেত্রী। সম্প্রতি এই ছবির প্রথম প্রচার-ঝলক মুক্তি পেয়েছে। তাতে জানা গিয়েছে, এই ছবিতে নায়িকার চরিত্রে দেখা যাবে তৃপ্তি ডিমরীকে। অন্য দিকে, ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েলে দীপিকার বদলে কাকে দেখা যাবে তা অবশ্য এখনও জানা যায়নি।