ছোটবেলায় যৌন হেনস্থা করত কাকা। বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর ভাইয়ের বিরুদ্ধে এই অভিযোগ তুললেন তাঁর এক ভাইঝি। এই নিয়ে দিল্লির জামিয়া থানাতে অভিযোগও দায়ের করেছেন তিনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যৌন হেনস্থার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নওয়াজের ভাইঝি।
সেই সাক্ষাৎকারে নওয়াজউদ্দিনের ভাইঝি বলেছেন, ‘‘আমার বয়স যখন ন’বছর ছিল তখন কাকার হাতে যৌন হেনস্থার শিকার হই। এ নিয়ে সম্প্রতি পুলিশে অভিযোগ জানিয়েছি আমি। আমি যখন দু’বছরের ছিলাম তখন বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ হয়। তার পর সৎ মায়ের কাছেই বড় হয়েছি। তখন আমার উপর অত্যাচার করা হয়। কিন্তু ছোটবেলায় কাকার কিছু কাজ বুঝতে পারতাম না আমি। বড় হতেই সে গুলি স্পষ্ট হতে থাকে আমার কাছে।’’
নওয়াজউদ্দিনের ভাইঝি এখন বিবাহিত। স্বামীর সঙ্গে দিল্লিতে থাকেন তিনি। কিন্তু তাঁর বিয়ের পরও শ্বশুরবাড়ির লোকেদের বিভিন্ন ভাবে কাকা হেনস্থা করেছেন বলে অভিযোগ করেছেন নওয়াজউদ্দিনে ভাইঝি। তিনি বলেছেন, ‘‘বিয়ের পর আমাকে হেনস্থার ঘটনায় কাকার সঙ্গে জড়িত ছিলেন বাবা ও নওয়াজ বড়ে পাপা। আমার শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে মিথ্যা মামলা করতেন তাঁরা।’’ বাবা-কাকা না পাশে থাকলেও তাঁর পাশে থেকেছেন স্বামী। তাঁর উপর হওয়া শারীরিক অত্যাচারের প্রমাণ রয়েছে বলে দাবি নওয়াজের ভাইঝির।
ওই যুবতী জানিয়েছেন, কাকা যে তাঁর উপর অত্যাচার চালাতেন সে কথা নওয়াজউদ্দিনকে জানিয়েছিলেন তিনি। কিন্তু সে কথাকে গুরুত্ব দেননি বলিউডের জনপ্রিয় ওই অভিনেতা। ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ শুনে তিনি ভাইঝিকে বলেছিলেন, ‘‘কাকা হন, এ রকম কখনও করতেই পারেন না।’’
আরও পড়ুন: ‘দাদা আমি বাঁচতে চাই’, লকডাউনে নীতার আর্তি আমায় তাড়িয়ে বেড়াচ্ছে: পাওলি
লকডাউনে পারিবারিক সমস্যা নিয়ে জেরবার নওয়াজউদ্দিনে সিদ্দিকী। স্ত্রী আলিয়া সিদ্দিকী তাঁর থেকে বিবাহ বিচ্ছেদ চেয়ে নোটিস পাঠিয়েছিলেন। সে কথা সংবাদমাধ্যমকেও জানিয়েছিলেন নওয়াজের স্ত্রী। এর মধ্যেই নওয়াজের পুরনো প্রেমিক নীহারিকা সিংহ তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন।
আরও পড়ুন: অমিতাভ-জয়ার প্রেম বিয়ে পর্যন্ত গড়ানোয় ভীষণ অসন্তুষ্ট হন রাজেশ খন্না