Advertisement
০৪ অক্টোবর ২০২৩
Nawazuddin Siddiqui

গৃহযুদ্ধ চরমে! পুত্রবধূর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন নওয়াজ়উদ্দিন সিদ্দিকির মা

কী করেছেন আলিয়া? পুলিশ সূত্রে খবর, শাশুড়ি-বৌমার ঝামেলা। নওয়াজ়ের মায়ের মুখে মুখে কথা বলেছেন তিনি, যাতে খেপে যান মেহেরুন্নিসা। তবে সমস্যা নেহাত সাদামাটা নয়।

২০২০ সালে আলিয়া বিবাহবিচ্ছেদ চান নওয়াজের কাছে। গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন স্বামীর বিরুদ্ধে।

২০২০ সালে আলিয়া বিবাহবিচ্ছেদ চান নওয়াজের কাছে। গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন স্বামীর বিরুদ্ধে। ফাইল চিত্র

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৩ ১৭:৫৪
Share: Save:

পুত্রবধূর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির মা মেহেরুন্নিসা সিদ্দিকি। মুম্বইয়ের ভারসোভা শাখার পুলিশ সেই অভিযোগ পেয়ে নওয়াজের স্ত্রী আলিয়া আলিয়াস জৈনবকে তলব করে। এর পর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

কী করেছেন আলিয়া? পুলিশ সূত্রে খবর, শাশুড়ি-বৌমার ঝামেলা। নওয়াজ়ের মায়ের মুখে মুখে কথা বলেছেন তিনি, যাতে খেপে যান মেহেরুন্নিসা। তবে সমস্যা নেহাত সাদামাটা নয়। সম্পত্তি সংক্রান্ত জটিলতা থেকেই নাকি সূত্রপাত। যা নিয়ে নওয়াজ়, আলিয়া এবং মেহেরুন্নিসার মধ্যে ঝামেলা বেধেছে। গৃহযুদ্ধ চরমে, যার জন্য ৪৫২, ৩২৩, ৫০৪ এবং ৫০৬ ধারায় মামলা রুজু হয়েছে।

নওয়াজ়ের দ্বিতীয় স্ত্রী আলিয়া। বহু বছর আগে তাঁদের বিয়ে হয়েছিল। দুই সন্তানকে নিয়ে সুখেই ঘরকন্না করেছেন তাঁরা। তবে ২০২০ সালে আলিয়া বিবাহবিচ্ছেদ চান নওয়াজ়ের কাছে। গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন স্বামীর বিরুদ্ধে। যদিও নওয়াজ় কোনও দিন গায়ে হাত তোলেননি বলেই জানান আলিয়া, তাঁর অভিযোগ, মারধর করতেন নওয়াজের ভাই শামাস সিদ্দিকি।

২০২১ সালে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত বাতিল করেন আলিয়া। সাক্ষাৎকারে বলেন, “আগে ছেলেমেয়েদের সময় দিতে পারত না নওয়াজ়। কিন্তু এখন ওকে দেখে অবাক হচ্ছি। আমরা আবার একসঙ্গে থেকে সমস্যাগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করব।”

এ দিকে সমস্যা মেটার বদলে ফের আগুন জ্বলছে অভিনেতার সংসারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE