Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Karan Johar

মাদক মামলায় এ বারে সমন পাঠানো হল কর্ণ জোহরকে

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োর ব্যাখ্যা দেওয়ার জন্য বলিউডের বিখ্যাত প্রযোজককে এনসিবি-র মুখোমুখি হতে হবে।

কর্ণ জোহর

কর্ণ জোহর

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০ ২৩:০৫
Share: Save:

মাদক মামলায় এ বারে সমন পাঠানো হল কর্ণ জোহরকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োর ব্যাখ্যা দেওয়ার জন্য বলিউডের বিখ্যাত প্রযোজককে এনসিবি-র মুখোমুখি হতে হবে। বৃহস্পতিবার রাতে এনসিবি সূত্রে এই খবর মিলেছে।

কী ছিল সেই ভিডিয়োয়?

গত বছর জুলাই মাসে কর্ণ জোহরের বাড়িতে একটি পার্টি হয়েছিল। ২০১৯-এর ২৮ জুলাই তিনি ভিডিয়োটি পোস্ট করেছিলেন। কিন্তু সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর মাদক মামলা শুরু হয় বলিউডে। তার পরই ওই পার্টির একটি ভিডিয়ো সোশ্যাল পেজে ভাইরাল হয়ে যায়। ভিডিয়োয় দেখা গিয়েছে, বলিউডের প্রথম সারির তারকারা উপস্থিত সেই পার্টিতে। দীপিকা পাড়ুকোন, বরুণ ধবন, ভিকি কৌশল, জোয়া আখতার, রণবীর কপূর, মালাইকা অরোরা, অর্জুন কপূর, শাহিদ কপূর, অয়ন মুখোপাধ্যায় প্রমুখ সেখানে আড্ডা মারছিলেন। নেটাগরিকরা দাবি তোলেন, ‘সেই পার্টিতে মাদক সেবন করা হয়েছিল। তাঁদের চোখ দেখেই সে কথা স্পষ্ট।’ তার ভিত্তিতে এ বারে জবাব চাওয়া হল পার্টির হোস্ট কর্ণ জোহরের কাছ থেকে।

A post shared by Karan Johar (@karanjohar)

আরও পড়ুন: ইন্দো-ওয়েস্টার্ন সাজে ইমন-নীলাঞ্জন, কাপল গোলসে ভাইরাল

গত সেপ্টেম্বরে কর্ণ জোহর এই ভিডিয়োটি নিয়ে একটি বিবৃতি জারি করেছিলেন। তাঁর দাবি ছিল, সেই পার্টিতে মাদক সেবন করা হয়েছে বলে যে রটনা রটেছে, তা ‘অপবাদমূলক’। ‘বিভিন্ন সংবাদমাধ্যমে এই অভিযোগ তোলা হয়েছে। আমাকে, আমার পরিবার, সহকর্মী এবং ধর্ম প্রোডাকশনকে অকারণে ঘৃণা এবং উপহাসের শিকার করা হচ্ছে এ ভাবে। আমি আরও একবার স্পষ্ট করে বলতে চাই, আমি মাদক সেবন করি না এবং আমি এ জাতীয় কোনও পদার্থের প্রচারও করি না।’

আরও পড়ুন: সৌজন্যর দিকে গাছকৌটো তাক করে দর্শকদের ভালবাসা জানালেন তৃণা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Karan Johar Bollywood Viral video drug case
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন
Advertisement

Share this article

CLOSE