দীর্ঘ দাম্পত্যের পর দম্পতিদের সম্পর্কটা ঠিক কেমন হয়? এক একজনের কাছে হয়তো এ প্রশ্নের ব্যাখ্যা এক এক রকম। কিন্তু নীতু কপূর শেয়ার করলেন তাঁর এবং ঋষির দাম্পত্যের চেহারা।
সদ্য নীতু ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, লাঞ্চ ডেটে গিয়েছেন দম্পতি। ঋষি ব্যস্ত নিজের ফোনে এবং নীতু ছবি তুলছেন। ক্যাপশনে নীতু লিখেছেন, ‘লাঞ্চ ডেট। ৩৮ বছর বিয়ের পর এটাই হয়। স্বামী ব্যস্ত ফোনে। আর আমি ছবি তুলছি।’
২০১৮-এর সেপ্টেম্বরে আমেরিকা গিয়েছেন দম্পতি। চিকিত্সার জন্য ভারত ছাড়ার খবর প্রকাশ্যেই জানিয়েছিলেন ঋষি। বলি মহলে গুঞ্জন, সম্ভবত ক্যানসারে আক্রান্ত ঋষি। যদিও কপূর পরিবারের তরফে এখনও পর্যন্ত এমন কোনও খবর প্রকাশ্যে দেওয়া হয়নি। কিন্তু ২০১৮-এর শেষে সোশ্যাল মিডিয়ায় নীতু লেখেন, ‘ভবিষ্যতে ক্যানসার শুধু রাশিচক্রেই থাকুক।’ তার পরই ঋষির ক্যানসার নিয়ে আরও জল্পনা তৈরি হয়। দুই সন্তান রণবীর-ঋদ্ধিমাও আমেরিকায় বাবা-মায়ের সঙ্গে ছিলেন কিছুদিন। তবে সমস্যা কাটিয়ে ঋষি দ্রুত দেশে ফিরুন। এমনই চাইছেন তাঁর অনুরাগীরা।