একের পর এক হিট। অথচ বলিউডে গান গেয়ে নাকি তাঁর পকেটে এক টাকাও ঢোকে না, দাবি নেহার। ‘আঁখ মারে’, ‘দিলবর’, ‘কালা চশমা’ ইত্যাদি জনপ্রিয় গানের গায়িকার জানান, শুধু তিনিই নন, এই ইন্ডাস্ট্রিতে নাকি গায়ক-গায়িকাদের পারিশ্রমিক নেহাতই সামান্য।
এক সংবাদ সংস্থাকে নেহা বলেন, “আমরা গান গেয়ে পয়সা পাই না। যাঁরা আমাদের দিয়ে গান গাওয়ান, তাঁরা ভাবেন যদি গান হিট হয়, তবে লাইভ শো করেই আমরা পয়সা রোজগার করতে পারব।”
লাইভ কনসার্ট, লাইভ শো করে রোজগার যে খারাপ হয় না, সে কথা অকপটেই শেয়ার করে নিয়েছেন নেহা। কিন্তু এত কম পারিশ্রমিকে কাজ করিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে কিছুটা ক্ষুব্ধও তিনি।
আরও পড়ুন- ‘পারিশ্রমিক তিনগুণ বাড়াব, বদলে কম্প্রোমাইজ করতে হবে’, ভয়াবহ অভিজ্ঞতার শিকার অভিনেত্রী