Advertisement
২৯ এপ্রিল ২০২৪
Bengali Mega

১৫১ টাকার বিয়ে না রীতি রেওয়াজ মেনে অনুষ্ঠান! কোনটা আসল?

স্নেহাশিস অনেক দিন ধরেই হিন্দুদের প্রতিটি উৎসব-অনুষ্ঠানের রীতি, নেপথ্য কারণ নিয়ে পড়াশোনা করছেন। সেই পড়াশোনা থেকেই তাঁর মনে তৈরি হয় এই প্রশ্ন। যাকে সযত্নে ক্যামেরাবন্দি করছেন নতুন ধারাবাহিকে।

স্টার জলসার নতুন মেগা ‘খেলাঘর।’

স্টার জলসার নতুন মেগা ‘খেলাঘর।’

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২০ ১৯:৫৬
Share: Save:

ছোট পর্দায় বিয়ের ভরা মরসুম। জোর করে, ভালবেসে, দেখেশুনে— রোজ নানা ধরনের বিয়ে দেখছেন দর্শকেরা। একজনের একাধিক বিয়ে, বৌ-ও রয়েছে। কিন্তু শিরোনামে বলা এমন প্রশ্ন কোনও ধারাবাহিক তোলেনি। লাখ টাকার সেই প্রশ্ন নিয়ে আসছে স্টার জলসার নতুন মেগা ‘খেলাঘর।’

চিরাচরিত প্রথা মেনে নাকি মন্দিরে সিঁদুর পরিয়ে ১৫১ টাকায় বিয়ে? কোনটা মানে সমাজ?

প্রশ্ন তুলেছেন ‘যমুনা ঢাকি’, ‘জীবন সাথী’র মতো জনপ্রিয় ধারাবাহিকের প্রযোজক-পরিচালক স্নেহাশিস চক্রবর্তী।

হঠাৎ এমন জিজ্ঞাসা কেন? আনন্দবাজার ডিজিটালকে উত্তর দিতে গিয়ে পরিচালক পিছিয়ে গেলেন বেশ কিছুদিন। স্নেহাশিস অনেক দিন ধরেই হিন্দুদের প্রতিটি উৎসব-অনুষ্ঠানের রীতি, নেপথ্য কারণ নিয়ে পড়াশোনা করছেন। সেই পড়াশোনা থেকেই তাঁর মনে তৈরি হয় এই প্রশ্ন। যাকে সযত্নে ক্যামেরাবন্দি করছেন নতুন ধারাবাহিকে।

ধারাবাহিক কোন বিয়েকে মান্যতা দেবে? পরিচালকের সপ্রতিভ উত্তর, ‘‘ধারাবাহিক দুটো বিয়েই দেখাবে। সমাজের দুই শ্রেণির মানুষের গল্প বলবে। দর্শক খুঁজে নেবে তাদের পছন্দ।’’ কী ভাবে? চিত্রনাট্য অনুযায়ী নায়িকা উচ্চবিত্ত পরিবারের, প্রবাসী। বাড়ির সবাই প্রশাসনের উচ্চপদস্থ চাকুরে। সম্বন্ধ ঠিক হয় সমমর্যাদার এক পাত্রের সঙ্গেই। বিয়ে উপলক্ষে তাঁরা এসেছেন কলকাতায়। মা-পিসিদের থেকে বিয়ের রীতি-রেওয়াজ নিয়ে নানা কথা শুনতে শুনতে কল্পনায় মেয়েটি এঁকে নেয় বিয়ের রঙিন রূপ। আচমকাই মন্দিরে ঘটনাচক্রে মুখোমুখি হয় স্থানীয় অপরাধী শান্টুর। যার পিস্তল চালাতে হাত কাঁপে না! জনৈকার বিয়ে নিয়ে কথা কাটাকাটির সময় নায়িকা যখন অন্যায়ের প্রতিবাদ করে তখনই শান্টু মন্দিরে বিগ্রহের সামনে দাঁড় করিয়ে সিঁদুর পরিয়ে দেয় তাকে। জানায়, বড়লোকদের মতো উৎসব করে নয় নিম্নবিত্তদের কাছে এ ভাবেই ১৫১ টাকায় সমস্ত আয়োজন সেরে ফেলার নাম বিয়ে।

সে দিন ছিল বিয়ের লগ্ন! নায়িকা এবার কী করবে?

প্রশ্নের উত্তর নতুন ধারাবাহিকে। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তাপসী রায়চৌধুরী, দোলন রায়, সৈয়দ আরফিন, সোহন বন্দ্যোপাধ্যায়, শৌনক প্রমুখ। এই মেগা দিয়ে অভিনয় দুনিয়ায় পা রাখতে চলেছেন স্বীকৃতি মজুমদার। তিনিই এই ছবির নায়িকা। সৈয়দ আরফিনকে শেষ দেখা গিয়েছে ‘ইরাবতীর চুপকথা’য়। শৌনক রাজ চক্রবর্তীর ‘কপালকুণ্ডলা’ ধারাবাহিকে ‘নবকুমার’ হয়েছিলেন। সোহন ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকে কর্ণ সেনের ‘বাবা’র চরিত্রে জনপ্রিয়।

সৈয়দ আরফিনকে শেষ দেখা গিয়েছে ‘ইরাবতীর চুপকথা’য়।

মনামী ঘোষের সঙ্গে অভিনয়ের পর বিপরীতে একদম নতুন নায়িকা। চরিত্রও ৩৬০ ডিগ্রি ঘুরে গিয়েছে। কেমন লাগছে? ‘‘ভাল লাগছে একদম ভিন্ন স্বাদের চরিত্র, নতুন নায়িকার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে’’ আনন্দবাজার ডিজিটালকে জানালেন আরফিন। এও জানালেন, পিস্তল কী ভাবে ধরতে হয়, শিখছেন। গ্রুমিং করতে বারেবারে দেখছেন হৃতিক রোশনের ‘অগ্নিপথ’।

১৫১ টাকার বিয়ে না রীতি রেওয়াজ মেনে অনুষ্ঠান! বাস্তবে কোনটা মানেন স্নেহাশিস, আফরিন? পরিচালকের হাসিমাখা উত্তর, ‘‘বংশরক্ষার জন্য দু’জন নারী-পুরুষের এক ছাদের নীচে বসবাসে সিলমোহর দিতে গিয়ে এত আয়োজন সত্যিই মন ভরিয়ে দেয়। আমি সব সময়েই উৎসব উদযাপনের পক্ষে।’’ নিয়ম-নীতি মেনে বিয়ের পক্ষে ধারাবাহিকের অ্যান্টাগনিস্ট ‘শান্টু’ও।

তাই বারেবারে বলেছেন, ‘‘শান্টুও এমন বিয়ে চায় না। ও শুধুই উদাহরণ দিতে গিয়ে কাজটা করেছে। ‘খেলাঘর’ বলবে আসল বিয়ে কী?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE