আট মাস আগেই নেশামুক্তিকেন্দ্র থেকে বেরিয়েছেন বাংলাদেশের বিতর্কিত গায়ক মইনুল আহসান নোবেল। একাধিক বিবাহ, প্রতারণা, গার্হস্থ্যহিংসার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। ফের বিতর্কে গায়ক। অপহরণ এবং যৌন হেনস্থার অভিযোগে নোবলেকে গ্রেফতার করেছে ডেমরা থানার পুলিশ।
জানা গিয়েছে, সোমবার রাত ২টোর সময় ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে গ্রেফতার করা হয় তাঁকে। বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ সূত্রে খবর এমনটাই। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানিয়েছেন, সোমবার জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ একটি ফোন আসে। তার পরই পুলিশ গিয়ে ডেমরার সারুলিয়ার আমতলায় নোবেলের বাড়ি থেকে এক মহিলাকে উদ্ধার করে। সে রাতেই নোবেলের বিরুদ্ধে মামলা করেন ওই মহিলা। গ্রেফতার করা হয় গায়ককে।
আট মাস আগে নেশামুক্তিকেন্দ্র থেকে বাড়ি ফিরেছিলেন। প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করেছিলেন নোবেল। একের পর এক ঘটনায় যে তিনি অনুতপ্ত, সে কথাও জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, “গত কয়েক বছর অনেক ঘটনা ঘটিয়েছি। আগেই বলেছি, এ জন্য আমি দায়ী। নিজের ওপর নিয়ন্ত্রণ ছিল না। একজন শিল্পী হিসেবে যা করেছি, ঠিক হয়নি। মানুষ পছন্দ করেননি। এখন মনে হয়, আমার কাছে যদি টাইম মেশিন থাকত, তা হলে অতীতে ফিরে গিয়ে নিজেকে সংশোধন করে নিতাম। কিন্তু, তা আর সম্ভব নয়। ব্যক্তিজীবন, কর্মজীবনে অনেক কিছুই হারিয়ে ফেলেছি।”
অনেকে কিছু হারিয়েছেন যেমন, তেমনই নোবেল এমন ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, তা মাথায় রাখবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাঁর কথায়, ‘‘জীবনে যা ঘটে গেছে, সে সব আর নতুন করে যেন না ঘটে, খেয়াল রাখব। কর্মজীবনে সেই আগের জায়গায় পৌঁছোতে পারব কি না জানি না, তবে চেষ্টা থাকবে আগের অবস্থানের কাছাকাছি হলেও যেন ফিরতে পারি।’’ তার পরেও আবার এই বিতর্ক! নোবেল-অনুরাগীদের ভাবাচ্ছে।