হিন্দি ‘মসান’ শব্দটি কানে এলেই ভেসে আসে মৃত্যুর অনুষঙ্গ। ‘মসান’ মানে যে শ্মশান! মুক্তি পেতে চলা নতুন ছবি ‘মসান’-এর গল্প তো বেঁচে থাকা শ্মশানতুল্য হয়ে যাওয়ার— সে কথা স্বীকার করেছেন খোদ ছবির নায়িকা রিচা চড্ডাও! ইতিমধ্যেই বিদেশি চলচ্চিত্র উৎসবে বহুল প্রশংসিত হয়েছে এই ছবি। এ বার তা সাধারণ দর্শকের দেখার পালা! তার আগে, ‘মসান’ ছবির এক বিশেষ শো-এ হাজির হলেন বলিউডের সেলেব্রেটিরা। সবাই মিলে ভাগ করে নিলেন জীবনের আনন্দকে জটিল করে দেওয়া শ্মশানতুল্য সেই সেলুলয়েড আখ্যান। কেমন ছিল ‘মসান’ ছবির সেই বিশেষ শো? তারই কয়েক ঝলক ধরা দিল এই গ্যালারিতে।
—নিজস্ব চিত্র।