Advertisement
E-Paper

‘শাহরুখের মতো ছবি তুলতে হবে’! আদুরে ছবি কী ভাবে তুলতে হয়? অর্পণকে শেখালেন লহমা

শুটিংয়ের প্রথম দিন। সময়ের আগে সেটে উপস্থিত লহমা ভট্টাচার্য এবং অর্পণ ঘোষাল। টলিপাড়ার নতুন জুটির সখ্য কি জমল? সাক্ষী রইল আনন্দবাজার ডট কম।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৫ ১৪:২৪
'কর্পূর' ছবির শুটিংয়ের ফাঁকে অর্পণ এবং লহমা।

'কর্পূর' ছবির শুটিংয়ের ফাঁকে অর্পণ এবং লহমা। নিজস্ব চিত্র।

খামখেয়ালি বর্ষা। এই মেঘ তো এই বৃষ্টি। সব কিছুর মাঝেই মধ্য কলকাতার বিলাসবহুল হোটেলে ব্যস্ততা তুঙ্গে। সকাল ৭ টা থেকে ক্যামেরা, লাইট, সাজসজ্জার সব কিছু চলে এসেছে। অরিন্দম শীলের নতুন ছবি ‘কর্পূর’-এর শুটিংয়ের প্রথম দিন। এই ছবির মাধ্যমে দর্শক পাবে নতুন জুটি— লহমা ভট্টাচার্য এবং অর্পণ ঘোষাল। প্রথম দিনের শুটিং, তাই সময়ের অনেক আগেই অভিনেতা অভিনেত্রী পৌঁছে গিয়েছিলেন।

সাজের জন্য একটি ঘর ধার্য রয়েছে। সেখানেই পাশাপাশি দু’টি আয়না। এক দিকে রূপটানে ব্যস্ত লহমা আর অন্যটিতে বসেছেন অর্পণ। এই ছবির সূত্রেই তাঁদের প্রথম দেখা।

অর্পণ যেমন খুবই চুপচাপ, শান্ত প্রকৃতির, নায়িকা তেমনই হাসিখুশি-প্রাণোচ্ছল। অর্ণ মুখোপাধ্যায়ের নাটকের দলের সদস্য অর্পণ। তাঁকে মঞ্চেই প্রথম দেখেছিলেন পরিচালক। সেখান থেকেই অর্পণকে বেছে নেওয়া। যদিও আগে অভিনেতাকে দর্শক দেখেছেন একটি ধারাবাহিক এবং বেশ কিছু ওয়েব সিরিজ়ে। এই ছবিতে তিনি এক সাংবাদিকের ভূমিকায়। আর লহমা শিক্ষানবিশ সাংবাদিক। রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে সংবাদমাধ্যম এবং সাংবাদিকের চরিত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তা আন্দাজ করা যায়। টলিপাড়ায় প্রথম বার দর্শক একসঙ্গে দেখবে অর্পণ এবং লহমাকে। শুটে যাওয়ার আগে আনন্দবাজার ডট কমের ক্যামেরায় ধরা পড়ল নতুন জুটির অন্য সমীকরণ।

অর্পণ বললেন, “নতুন জুটি সবাই বলছেন। খালি উবে না গেলেই হল।” এই ছবির জন্য হালকা ফ্রেঞ্চ দাড়ি, একটু বড় চুলে দেখা যাবে তাঁকে। আর চোখে সরু ফ্রেমের চশমা। অন্য দিকে আদ্যোপান্ত পাহাড়ি মেয়ের লুকে লহনা— রিয়া তামাং। চুলে গোলাপি, নীল রঙের হাইলাইট। হাতে ট্যাটু। লুক নিয়ে এক দিকে যেমন উৎসাহ রয়েছে, অন্য দিকে লহমার মন খারাপ বেশি চুল ঝড়ছে বলে। তবে তাঁর প্রাপ্তি রিয়া তামাংয়ের মতো চরিত্র। অর্পণ যেহেতু লাজুক, কী ভাবে ছবি তোলাতে হবে, কোন ভঙ্গিতে দাঁড়াতে হবে, তা শিখিয়ে দেওয়ার দায়িত্ব নিলেন অভিনেত্রী। বললেন, “শাহরুখ খান যেমন ‘দিল তো পাগল হ্যায়’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে পোজ় দিয়েছিলেন, তেমন করতে হবে।” হাসতে হাসতে অর্পণের উত্তর, “আমি ‘ডর’ ছবির মতো পোজ় দিতে প্রস্তুত।”

তবে চিত্রনাট্য নিয়ে মহড়ার সময় অর্পণের সঙ্গে সখ্য তৈরি হয়েছে লহমার। তাঁদের আশা, সেই বন্ধুত্বের ঝলকই ফুটে উঠবে পর্দায়। অভিনেতা বললেন, “অরিন্দমদার ছবিতে কাজের সুযোগ পাওয়া বড় প্রাপ্তি। গুণী অভিনেতাদের সঙ্গে কাজ করব। আর আমার সহ-অভিনেত্রী লহমার সঙ্গেও বন্ধুত্ব তৈরি হয়েছে। কাজের প্রতি ওর খুব আগ্রহ।”

নায়িকাও তাঁর নতুন সহ-অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ। রোম্যান্টিক পোজ় দিতে দিতে বললেন, “মহড়ার সময়ই আমায় অনেক সাহায্য করছিল অর্পণ। আমাদের দু’জনকে একসঙ্গে দর্শকের ভাল লাগবে এটাই আশা করছি।”

চিত্রগ্রাহক: শান্তনু পালিত

Lahoma Bhattacharya Arpan Ghoshal Tollywood News
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy