গত দু’বছরে এই টলি-অভিনেতার দাম্পত্য নিয়ে বার বার আলোচনা হয়েছে। তবে, তাঁরা বরাবরই নিজেদের দাম্পত্য নিয়ে রাখঢাক করে এসেছেন। কিন্তু সম্প্রতি অভিনেতা নিজেদের বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন। অভিনেতা ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেও তাঁর স্ত্রী এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।
এরই মধ্যে টলিপাড়ার অন্দরে ফিসফাস শুরু। কিছু দিন আগে থেকেই এই আলোচনা শুরু হয়েছিল। শোনা গিয়েছিল, অভিনেতা স্বামীর সঙ্গে বিচ্ছেদের পরে নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। অভিনেতার প্রাক্তন স্ত্রী-ও টলিউডেরই একজন। পর্দার সামনে তাঁকে দেখা না গেলেও ইন্ডাস্ট্রির অন্দরে তিনিও খুব পরিচিত।
শোনা যাচ্ছে, অভিনেতার সঙ্গে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতে না আসতেই আলোচিত প্রেমিকের সঙ্গে দার্জিলিঙে ঘুরতে গিয়েছেন অভিনেতার স্ত্রী। শোনা যাচ্ছে, টলিপাড়ার কোনও এক সঙ্গীতশিল্পীর সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। যদিও প্রকাশ্যে দু’জনের কেউই নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে ফিসফাস, বিয়ে ভাঙতেই তাঁরা নতুন করে জীবন সাজানোর পরিকল্পনা করছেন। টলি অভিনেতার নতুন সংসার বা প্রেম নিয়ে এখনও পর্যন্ত কিছু শোনা যায়নি। আপতত তিনি সন্তান মানুষ করার দিকেই গুরুত্ব দিতে চান।