বিপরীতে দেবালয় ভট্টাচার্যের ‘ভুগুন’ ছবির নায়িকা আর্যা রায়। নতুন বছরে জুটি বেঁধে পর্দায় আসার কথা তৃষাণজিৎ চট্টোপাধ্যায়ের। প্রযোজক শ্রীকান্ত মোহতা-মহেন্দ্র সোনির আদ্যন্ত প্রেমের ছবির নায়ক-নায়িকা তাঁরাই।
এই খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার ডট কম। ২০২৬-এর প্রথম মাসের কয়েকটি দিন অতিক্রান্ত। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পুত্র তৃষাণজিৎ ৬ জানুয়ারি ২১ বছরে পা রাখলেন। অথচ ছবি নিয়ে কোনও সাড়াশব্দ নেই! কেন?
তা হলে কি এ বছরেও তৃষাণজিতের ছবির শুটিং শুরু হবে না? হলেও কবে থেকে?
সবিস্তার জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল প্রযোজনা সংস্থার সঙ্গে। নামপ্রকাশে অনিচ্ছুক একজন বিষয়টি সম্পর্কে জানিয়েছেন, ছবির প্রথম চিত্রনাট্য সরিয়ে রেখে নতুন করে কাহিনি এবং চিত্রনাট্য লেখার কাজ চলছে। সেই কারণেই শুটিং শুরু হতে একটু দেরি হচ্ছে। তবে জোরকদমে কাজ চলছে। সব ঠিক থাকলে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শুটিং শুরু হতে পারে। নতুন চিত্রনাট্য লেখা শেষ হয়নি বলেই এখনও বাকি অভিনেতা নির্বাচন হয়নি।
আর্যা রায় কি তৃষাণজিতের ছবির নায়িকা? ছবি: ফেসবুক।
কেন নতুন করে চিত্রনাট্য লেখা হচ্ছে? কোনও ভাবে কি প্রসেনজিতের প্রথম চিত্রনাট্য পছন্দ হয়নি?
জানা গিয়েছে, টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ হিসাবে খ্যাত অভিনেতা নিজের ছেলের অভিনয়জীবন নিয়ে নিজের কোনও মতামত জানাচ্ছেন না। পুরোটাই ছেড়ে দিয়েছেন দুই প্রযোজকের উপরে। তাঁর নাকি একটাই ইচ্ছা, তৃষাণজিৎ এসভিএফ প্রযোজনা সংস্থার ছবি দিয়ে বিনোদনদুনিয়ায় পা রাখুন। পাশাপাশি, ছবির গল্প, চিত্রনাট্য, গান-সহ সমস্ত বিষয়ে যাতে কোনও ফাঁক না থাকে তার জন্যই নাকি প্রযোজনা সংস্থা নতুন করে চিত্রনাট্য লেখাচ্ছে। প্রসঙ্গত, এর আগে গল্পের কেন্দ্রে ছিল মফস্সল আর কলকাতা। নতুন চিত্রনাট্য অনুযায়ী কাহিনির কেন্দ্রে থাকতে পারে মুম্বইয়ের মতো ঝাঁ-চকচকে শহর। এই প্রজন্মকে হলমুখী করতেই যে গল্প বদলানো হচ্ছে, সে বিষয়ে কোনও সন্দেহই নেই।
যাঁকে নিয়ে এত কথা, সেই প্রসেনজিৎ-পুত্র কী করছেন? এর আগে শোনা গিয়েছিল, চিত্রনাট্য অনুযায়ী নিজেকে তৈরি করতে ব্যস্ত তৃষাণজিৎ। কাহিনি বদলের সঙ্গে কি ফের নতুন প্রস্তুতি নিচ্ছেন তিনি?
নামপ্রকাশে অনিচ্ছুক ব্যক্তির দাবি, আপাতত মুম্বই-কলকাতা মিলিয়ে থাকছেন তৃষাণজিৎ। পৃথ্বী থিয়েটারের সঙ্গে যুক্ত। আপাতত তিনি মঞ্চাভিনয়ে রয়েছেন।