এ হৃদয় থেকে এক এক করে ছেড়ে গেছে সব, লোভ, হিংসা, ক্রোধ, অহংকার, স্বার্থপরতা সব কিছু। কিন্তু অপেক্ষা? কেউ কি জানত? নয় বছরের এই অপেক্ষা বাস্তবায়িত হবে ২০২৫ সালের ৪ অগস্ট! মাত্র দেড় মিনিটের একটি ভিডিয়োয় দেব-শুভশ্রীর অনুরাগীরা পেয়েছে উত্তর। আগামী ৪ অগস্ট ‘ধূমকেতু’র প্রচার ঝলকের অনুষ্ঠানে প্রায় দশ বছর পর একই মঞ্চে দেখা যেতে পারে দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। কলকাতার নজরুল মঞ্চে প্রায় দু’হাজার ভক্তের বসার ব্যবস্থা করা হবে। সেইমতো জেলায় জেলায় প্রবেশপত্র বিক্রি হচ্ছে।
এখানেই বেধেছে গোল। দেব, শুভশ্রী, প্রযোজক রানা সরকার-সহ প্রত্যেকেই জানিয়েছেন বিনামূল্যে পাওয়া যাবে এই প্রবেশপত্র। যিনি আগে সে দিন ওখানে উপস্থিত হবেন, তিনি সেই অনুযায়ী বসার জায়গা পাবেন। এ পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু বিভিন্ন জায়গায় উঠে আসছে নানা অভিযোগ। ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের প্রবেশপত্র নিয়ে চলছে কারচুপি। জেলায় জেলায় চড়া দামে এই প্রবেশপত্র বিক্রি করছেন অনেকে, যা চোখ এড়ায়নি ছবির নায়ক-নায়িকা, প্রযোজকের।
আরও পড়ুন:
এ প্রসঙ্গে আনন্দবাজার ডট কমের তরফে যোগোযোগ করা হয় প্রযোজকের সঙ্গে। রানা সরকার বলেছেন, “অনেক রিপোর্টই এসে জমা পড়েছে। যাঁরা এ ধরনের অনৈতিক কাজ করছেন, তাঁদের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ করব। কড়া ভাষায় আমাদের বার্তা, বিনামূল্যে প্রবেশপত্র দেওয়া হচ্ছে। সিনেমা দেখতে যাবেন টিকিট কেটে। কিন্তু ধূমকেতুর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে আসার জন্য কোনও টাকা খরচ করতে হচ্ছে না।” আগামী ১৪ অগস্ট মুক্তি পাবে ‘ধূমকেতু’।