ছোট পর্দার প্রতিটি ধারাবাহিকের কাহিনিকে বাস্তবের সঙ্গে যোগ করার চেষ্টা করেন নির্মাতারা। যেমন সেপ্টেম্বর-অক্টোবরে দুর্গাপুজো হয়, তেমনই ধারাবাহিকেও দেখানো হয় নায়ক কিংবা নায়িকার বাড়িতে দুর্গাপুজো হচ্ছে। তাই ধারাবাহিকে পুজোআচ্চার কাহিনি নতুন কিছু নয়। ‘ভিডিয়ো বউমা’ ধারাবাহিকে এই মুহূর্তে চলছে ‘হার মানা হার সাত দিন’ বিশেষ পর্ব। সেখানে এমনই এক পুজোর দৃশ্য দেখানো হচ্ছে। ধারাবাহিকের নায়িকা মাটির গ্রামের বাড়ি কুসুমপুরে মহাদেবের এই বিশেষ পুজোটি করা হয়। এই বিশেষ উৎসবের নাম ‘ বাবা নোয়াজানের পুজো’। হুগলি জেলার নটগড় গ্রামে এই পুজোটি করা হয়ে থাকে। সেখানকার মানুষ এই উৎসবের নাম দিয়েছেন তালশাঁসের মেলা। মাটির গ্রামেও এই উৎসব পালিত হয়।
‘ভিডিয়ো বৌমা’র গল্পে দেখাচ্ছে, অষ্টমঙ্গলা এবং জামাইষষ্ঠী উপলক্ষে আকাশ এবং মাটি গ্রামে যাচ্ছে। তারা যেতেই ভিড় করেছে গ্রামবাসীরা। সেখানেই নায়িকার গ্রামের গ্রাম পঞ্চায়েত ফতোয়া জারি করে। এই নিয়ম পালন করতে হবে আকাশ এবং মাটিকেও। সেখানেই নতুন মোড়। নায়িকা কিছু করতে যাবে আর সেখানে বাধা আসবে না এমন কাহিনি কি আর হয়? তাই এই নিয়ম মানতে গিয়েও বাধার মুখে মাটি। কিন্তু শেষ পর্যন্ত সব শান্তিতেই মেটাতে সক্ষম হবে মাটি।
‘ভিডিয়ো বৌমা’র কাহিনি নিয়ে অনেক আলোচনাই হয়েছে শেষ কিছু দিনে। একটি দৃশ্যকে কেন্দ্র করে সমালোচনাও হয়েছিল বিপুল। তবে এই নতুন সংযোজন দর্শকের কতটা মনে ধরবে তা বলবে টিআরপির নম্বর।