Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Comedian

হিন্দু দেবদেবীদের নিয়ে উপহাসের অভিযোগ, কমেডিয়ান ফারুকির জামিনের আর্জি খারিজ আদালতে

মধ্যপ্রদেশের স্থানীয় বিজেপি বিধায়ক ও ইন্দোরের প্রাক্তন মেয়র মালিনী গৌরের ছেলে একলব্য সিংহ গৌর এই ৫ জন কমেডিয়ানের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। তারই ভিত্তিতে ২ জানুয়ারি এই শিল্পীদের গ্রেফতার করা হয়। 

কমেডিয়ান মুনাওয়ার ফারুকি

কমেডিয়ান মুনাওয়ার ফারুকি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২১ ১৪:৫২
Share: Save:

কমেডিয়ান মুনাওয়ার ফারুকির জামিনের আবেদন খারিজ করল মধ্যপ্রদেশ হাই কোর্ট। হিন্দু দেবদেবীদের নিয়ে উপহাস করার অভিযোগে জানুয়ারি মাসের শুরুতে গ্রেফতার করা হয়েছিল ফারুকিকে। সঙ্গে আরও ৪ জন কমেডিয়ান গ্রেফতার হয়েছিলেন।
নলীন যাদব, এডভিন অ্যান্টনি, প্রখর ব্যাস, প্রীতম ব্যাস এবং মুনাওয়ার ফারুকির বিরুদ্ধে অভিযোগ, তাঁরা একটি কমেডি শোয়ে হিন্দু দেবদেবীদের ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন।
মধ্যপ্রদেশের স্থানীয় বিজেপি বিধায়ক ও ইন্দোরের প্রাক্তন মেয়র মালিনী গৌরের ছেলে একলব্য সিংহ গৌর এই ৫ জন কমেডিয়ানের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। তারই ভিত্তিতে ২ জানুয়ারি এই শিল্পীদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার জামিনের শুনানিতে ফারুকির আইনজীবী বলেন, ‘‘এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। কমেডি শোয়ের কোনও ভিডিয়োয় এ রকম কোনও প্রমাণ নেই, ফারুকি হিন্দু দেবদেবী নিয়ে অশালীন মন্তব্য করছেন। শোয়ের আয়োজকরা তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন বলেই তিনি অংশগ্রহণ করেন।’’
আদালতের দাবি, সোশ্যাল মিডিয়ায় ফারুকি যে ধরনের পোস্ট করেন, তার বিরুদ্ধে ইতিমধ্যেই উত্তরপ্রদেশে মামলা দায়ের হয়ে গিয়েছে। বিচারপতি রোহিত আর্য বলেন, ‘‘গত ৮ মাস ধরে টানা হিন্দু দেবদেবী রাম ও সীতাকে নিয়ে বিভিন্ন মশকরা করেছেন এই ৫ জন কমেডিয়ান। তার প্রমাণ রয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

High Court Hindutva Comedian Madhyapradesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE