মু্ন্নিকে মনে আছে? ঠিক ধরেছেন বজরঙ্গি ভাইজান ছবির সেই ছোট্ট মেয়েটি। আর মুন্নির ভাইজান কে বলুন তো? না, হল না। আপনি যাকে ভাবছেন তিনি নন। মুন্নির জীবনে এখন নতুন ভাইজান। এ ভাইজান অবশ্য বিদেশি। মরক্কোর নামজাদা গায়ক সাদ লামজারেদ। সলমনকে ছেড়ে এখন এই ভাইজানেই মেতেছে মুন্নি ওরফে হর্ষালি মলহোত্রা।
আরও পড়ুন: সোফিয়া ‘সন্ন্যাস’ নিলেন কেন?
বজরঙ্গি ভাইজানের মতো এই ভাইজান অবশ্য সীমান্তের রক্তচক্ষু পেরিয়ে মুন্নিকে তার বাবা-মার কাছে পৌঁছে দেবেন না। বরং বলা চলে প্রকৃতির সঙ্গে নতুন করে পরিচয় করাবেন মুন্নিকে।