শিবসেনা নেতা বাল ঠাকরের জীবন নিয়ে এ বার ছবি হতে চলেছে বলিউডে। ঠাকরের পুত্রবধূ, প্রযোজক স্মিতা ঠাকরে এই ছবি তৈরির কথা ভাবছেন। তাঁর সঙ্গে সহ-প্রযোজক হিসাবে থাকছেন সন্দীপ সিংহ, উমং কুমার এবং রশিদ সইদ। সন্দীপ জানান, সমর্থকরা এই নেতাকে ভালবেসে ‘বালাসাহেব’ বলে ডাকতেন, তাই ছবির নাম রাখা হয়েছে, ‘সাহেব’।
ইতিমধ্যেই বলিউডে একাধিক বায়োপিক তৈরি হয়েছে। মেরি কম থেকে শুরু করে মিলখা সিংহ— বায়োপিকের ক্রেজ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে মুম্বই চলচ্চিত্র জগতে। সেই বায়োপিকের তালিকায় রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতিও চোখে পড়ার মতো। কিছু দিনের মধ্যেই মুক্তি পাচ্ছে কেতন মেহতার ছবি, ‘মাঁজি: দ্য মাউন্টেন ম্যান’।
তবে বাল ঠাকরের জীবন-নির্ভর ছবি এর আগেও হয়েছে বলিউডে। রাম গোপাল ভর্মা পরিচালিত ‘সরকার’, অনেকটাই শিবসেনা সুপ্রিমোর ইমেজে তৈরি হয়েছিল। মূল চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন। এ বার অবশ্য নামভূমিকায় কে থাকবেন, তা এখনও ঠিক করেননি প্রযোজকরা।
২০১৭-য় ছবির কাজ শুরু করবেন বলে জানান প্রযোজক স্মিতা ঠাকরে।