কিছু দিন আগেই বিয়ে করলেন কৃতি সেননের বোন নূপুর সেনন। ধুমধাম করে হওয়া সেই বিয়ের নানা মুহূর্ত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। প্রীতিভোজে লাল রঙের সিকুইনড গাউন পরেছিলেন নূপুর। সেই সাজ ও পোশাক নকল করে কটাক্ষের শিকার হলেন নূপুরের ননদ স্টেবি বেন।
নতুন বৌয়ের সাজ সব সময়েই বিশেষ। বিয়ে বা প্রীতিভোজের আসরে কেন্দ্রে থাকেন কনেরা। সেই দিন যেন কনেকেই সবচেয়ে উজ্জ্বল ও সুন্দর দেখতে লাগে, সেই দিকে নজর রাখেন পোশাকশিল্পী ও প্রসাধন শিল্পীরাও। নূপুরও ছিলেন তাঁর বিয়ে ও প্রীতিভোজের কেন্দ্রবিন্দুতে। কিন্তু বৌদির সাজ নকল করলেন স্টেবি বেন।
আরও পড়ুন:
প্রেমিক স্টেবিনের সঙ্গে উদয়পুরে বিয়ে সারেন নূপুর। মুম্বই ফিরে একটি প্রীতিভোজের আয়োজন করেছিলেন বলিউডের ঘনিষ্ঠদের জন্য। সেই দিন গাঢ় লাল রঙের সিকুইনড গাউন পরেছিলেন নূপুর। ওই প্রীতিভোজের আসরেই স্টেবিনের বোন অর্থাৎ নূপুরের ননদ একই ধাঁচের একটি লাল রঙের সিকুইনড গাউন পরেন। এই ছবি ছড়িয়ে পড়তেই কটাক্ষের শিকার হতে থাকেন স্টেবি বেন। নূপুরের এক অনুরাগী মন্তব্যে লিখেছেন, “এই জন্য বিয়ের পোশাক কাউকে দেখাতে নেই। কিছু কিছু মেয়ে বিয়ের কনের সঙ্গে পাল্লা দিয়ে সাজতে চায়।” আর এক নেটাগরিক খোঁচা দিয়ে লিখেছেন, “শুধু মধ্যবিত্ত পরিবারে নয়। তারকাদের মধ্যেও ননদেরা এমনই হয়। বৌদির সাজ নকল করে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন স্টেবি বেন। কিন্তু দেখতে সুন্দর লাগছে নূপুরকেই।”
তবে এই নিয়ে নূপুর বা স্টেবি কেউ কোনও মন্তব্য করেননি। প্রীতিভোজের আসরে কৃতি সেনন পরেছিলেন অলিভ সবুজ রঙের একটি শাড়ি। দুই বোনের নানা মুহূর্তে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা।