Advertisement
E-Paper

মা ভয় পেতেন, কন্যা যেন ‘যৌনকর্মী’ না হয়ে যান! সায়নীকে কেন হুমকি দিতেন তিনি?

একাহাতে সায়নীকে বড় করেছেন মা। ২১ বছর বয়সে মোটা টাকার চাকরি পেয়েছিলেন অভিনেত্রী। সেই চাকরি ছেড়ে অভিনয়ে আসার কথা শুনেই রেগে গিয়েছিলেন সায়নীর মা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১৮:৪৬
Sayani Gupta’s mother did not want her to become an actress

সায়নীকে কী হুমকি দিয়েছিলেন তাঁর মা? ছবি: সংগৃহীত।

হাতের শিরা কেটে ফেলার হুমকি দিয়েছিলেন অভিনেত্রী সায়নী গুপ্তের মা! বর্তমানে অভিনয়জগতের পরিচিত মুখ সায়নী। ‘ফোর মোর শট্‌স প্লিজ়’ সিরিজ়ের নতুন সিজ়নে তাঁকে সম্প্রতি দেখা গিয়েছে। তার আগে ‘দিল্লি ক্রাইম’-এর তৃতীয় সিজ়নে অভিনয় করেছেন। কিন্তু অভিনয়ে আসা তাঁর পক্ষে মোটেই সহজ কাজ ছিল না।

মেয়ে অভিনয়ে আসবেন, এটা মেনে নিতে পারছিলেন না সায়নীর মা। অভিনয়ে যোগ দিলে হাতের শিরা কেটে ফেলার হুমকি দিতে থাকেন। একাহাতে সায়নীকে বড় করেছেন মা। ২১ বছর বয়সে মোটা টাকার চাকরি পেয়েছিলেন অভিনেত্রী। সেই চাকরি ছেড়ে অভিনয়ে আসার কথা শুনেই রেগে গিয়েছিলেন সায়নীর মা। অভিনেত্রীর কথায়, “দেড় বছর কাজ করেছিলাম। তার পরে খুব একঘেয়ে লাগতে থাকে। অনেক টাকা রোজগার করেছিলাম আমি, কারণ আমি খুবই কাজপাগল মানুষ। কিন্তু নিজেকে এই ভাবে আমি দেখতে চাইনি।”

অভিনেতাদের ‘যৌনকর্মী’ বলে মনে করতেন সায়নীর মা। তাই কন্যা অভিনয় প্রশিক্ষণ স্কুলে ভর্তি হওয়ার পরে, তাঁর সঙ্গে এক মাস কথা বলেননি তিনি। সায়নী বলেন, “ছোটবেলায় মা কখনও আমাকে কোনও নাটকের মহড়ায় যেতে দিতেন না। অভিনেতারা যৌনকর্মী, এই বলে আমাকে ঘরে বন্দি করে রাখতেন। অভিনেতাদের ব্যাপারে এমন ধারণা ছিল ওঁর।”

পুণের এফটিআইআই-তে অভিনয় শিখতেন তিনি। এই শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখার পরে অবশেষে সায়নীর মায়ের ধারণা বদলাতে শুরু করেন। তার পরে ধীরে ধীরে মেয়ের কাজকে মেনে নেন তিনি। ‘জলি এলএলবি’, ‘আর্টিকল ১৫’-এর মতো ছবিতেও অভিনয় করেছেন সায়নী।

Sayani Gupta Four More Shots Please Bollywood Actress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy