ভোগান্তি যেন পিছু ছাড়ছিলই না। একের পর এক অসুস্থতা আর চোট। তবু মনের জোর হারাননি নুসরত ভারুচা। সব বাধা পেরিয়েই শ্যুটিং করে গিয়েছেন টানা এক বছর। এক চ্যাট শো-তে সেই হারতে না চাওয়া দিনগুলোর গল্প শোনালেন অভিনেত্রী।
মুম্বই সংবাদমাধ্যমের খবর, শিল্পা শেট্টি সঞ্চালিত এক চ্যাট শো-তে এসে ফেলে আসা দিনগুলো ফিরে দেখেন ‘জনহিত মেঁ জারি’-র নায়িকা। নুসরত বলেন, ‘‘প্রথমে ভার্টিগোর আক্রমণ, তার পর পিঠের চোট, তার পরে গোড়ালিতে টান ধরা এবং শেষমেশ পায়ের আঙুল ভাঙা— একের পর এক বিপদ চলছিল আমার। এ দিকে, পর পর কাজও ছিল। এত রকম সমস্যা নিয়ে কী ভাবে কী করব বুঝে উঠতে পারছিলাম না। তবে শেষমেশ মনের জোরেই সবক’টা শ্যুটিং চালিয়ে গিয়েছি।’’
নুসরত জানান, নিজের জন্মদিনের পার্টিতে টেবিলে চড়ে নাচতে গিয়ে বেকায়দায় তাঁর পায়ের আঙুল ভেঙে যায়। সেই অবস্থাতেই অবশ্য শ্যুটিং জারি রেখেছিলেন তিনি। তা না হলে কাজের ক্ষতি হত। কিন্তু কী ভাবে তা করলেন ‘সোনু কে টিটু কি সুইটি’র অভিনেত্রী?