বিশাল কড়াইয়ে টগবগিয়ে খিচুড়ি ফুটছে। খুন্তি নাড়ছেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। খুন্তি তো নয়, যেন ত্রিশূল! কোমরে আঁচল জড়িয়ে তাকেই কবজা করলেন তিনি, গোল গোল করে ঘুরিয়ে জিজ্ঞেস করলেন, "পেরেছি?" পাশ থেকে সমস্বরে উত্তর, "হ্যাঁ দিদি, পেরেছেন, পেরেছেন!" শনিবার রাতেই এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। কোথায় হল এত সব?
জানা গিয়েছে, শনিবার বসিরহাট উত্তরের খোলাপোতা কালী মন্দিরের পুজোয় নিমন্ত্রিত ছিলেন নুসরত। ঠিক সময়ে সিল্কের ফুলছাপ শাড়িতে পরিপাটি চুল বেঁধে পৌঁছে যান সাংসদ। তবে শুধু পুজোর উদ্বোধনেই থেমে থাকেননি, ভোগ রান্নাতেও তাঁর হাতের ছোঁয়া। আপ্লুত উদ্যোক্তারা।