Nusrat Jahan shared a dance video with her husband Nikhil Jain on her birthday dgtl
জন্মদিনের পার্টিতে লাল ট্যাঙ্ক টপে জমিয়ে নাচ নুসরতের, ভাইরাল ভিডিয়ো
শুধু নাচই নয়, ভিডিয়োতে নুসরতকে বার্থ-ডে কেক কাটতেও দেখা গিয়েছে। একটা-দু’টো নয়, সামনে সাজানো খান খতক বাহারি কেক। কেক কেটে নিখিলকে খাওয়াতেই খাওয়াতেই নাচতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২০ ১২:৫১
স্বামীর সঙ্গে অন্তরঙ্গ নাচ নুসরতের। ছবি-ভিডিয়ো থেকে নেওয়া।
দু’দিন আগেই ৩০ বছর পূর্ণ করলেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান। কেক কেটে, স্বামী নিখিলকে সঙ্গে নিয়েই ‘বার্থ-ডে’ব্যাশে মেতে উঠেছিলেন তিনি। ভাইরাল হল নুসরতের সেই জন্মদিন পালনেরই একটি ভিডিয়ো। লাল ট্যাঙ্ক টপে নুসরতের নাচ দেখে ফ্যানেরা বেজায় খুশি।
ভিডিয়োতে দেখা যাচ্ছে লাল গ্লিটার ট্যাঙ্ক টপে নুসরত জমিয়ে নাচছেন জনপ্রিয় হিন্দি গানের সঙ্গে। পাশে দাঁড়ানো নিখিলও কোনও অংশে কম যাননি। কখনও নুসরতের কোমর জড়িয়ে তাঁকে কাছে টেনে নিচ্ছেন, তো কখনও অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন সুন্দরী স্ত্রীর দিকে।
শুধু নাচই নয়, ভিডিয়োতে নুসরতকে বার্থ-ডে কেক কাটতেও দেখা গিয়েছে। একটা-দু’টো নয়, সামনে সাজানো খান খতক বাহারি কেক। কেক কেটে নিখিলকে খাওয়াতেই খাওয়াতেই নাচতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
বুধবার স্ত্রীর জন্মদিনে নুসরতের ছবি ‘অসুর’-এর একটি জনপ্রিয় গান গেয়ে অভিনব কায়দায় স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন নিখিল। বিয়ের পর স্ত্রীর প্রথম জন্মদিন বলে কথা। কিছু তো স্পেশাল করতেই হত। নুসরতও কম যান না। বরের সঙ্গে গলা মিলিয়েছিলেন তিনিও।