Advertisement
E-Paper

বীরুর স্মরণ সভায় কেঁদে ফেললেন অজয়-কাজলের মেয়ে

প্রার্থনা সভায় পৌঁছে কান্নায় ভেঙে পড়েন অজয়-কাজলের মেয়ে নাইসা। তাঁকে সামলান অজয়। অন্য দিকে শাশুড়িকে নিয়ে উপস্থিত হন কাজল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ মে ২০১৯ ১৭:০৭
অজয়ের সঙ্গে নাইসা। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

অজয়ের সঙ্গে নাইসা। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

গত ২৭মে ৮৫ বছর বয়সে প্রয়াত হয়েছেন অজয় দেবগণের বাবা বীরু দেবগণ। মুম্বইয়ের এক হাসাপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর বীরুর মরদেহ নিয়ে যাওয়া হয় দেবগণ বাংলোতে। সেখান থেকে সন্ধেয় ভিলে পার্লেতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। বৃহস্পতিবার বিকেলে মুম্বইয়ের ইস্কন মন্দিরে বীরুর জন্য স্মরণসভার আয়োজন করেন দেবগণ পরিবারের সদস্যরা।

প্রার্থনা সভায় পৌঁছে কান্নায় ভেঙে পড়েন অজয়-কাজলের মেয়ে নাইসা। তাঁকে সামলান অজয়। অন্য দিকে শাশুড়িকে নিয়ে উপস্থিত হন কাজল।

বীরুর প্রয়াণের খবর শুনে বলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির প্রায় সব সেলেবই সে দিন দেখা করতে গিয়েছিলেন অজয় এবং কাজলের সঙ্গে। গতকালও অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, সলমন খান, রবিনা টন্ডন, করিনা কপূর খানের মতো শিল্পীরা বীরুকে শ্রদ্ধা জানাতে যান।

দেখুন, বিনোদনের নানা কুইজ

অমৃতসরে জন্মগ্রহণ করেন বীরু। মুম্বইতে গিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে স্টান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতে শুরু করেন। ৮০টিরও বেশি ছবিতে সফল ভাবে কাজ করেছেন তিনি। তাঁর চার সন্তানের মধ্যে অজয় অভিনয় করেন। এ ছাড়া অনিল দেবগণ পরিচালনার সঙ্গে যুক্ত।

আরও পড়ুন, সোশ্যাল মিডিয়ায় লুকিয়ে কাদের ওপর নজর রাখেন রণবীর?

Devgan family arrive for prayer meet of Veeru Devgn Follow 👉@instantbollywoodvideos For more updates . #ajaydevgn #kajol #nysadevgn #veerudevgn #instantbollywood

A post shared by Instant Bollywood Videos (@instantbollywoodvideos) on

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

Kajol Ajay Devgn অজয় দেবগণ কাজল Bollywood Celebrities
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy