Advertisement
E-Paper

ধূমপানে লাভ নেই, শরীরের বড় ক্ষতি! সার বুঝে অভ্যাস ছেড়েছেন বলিউডের তাবড় তারকা

তামাক সেবনের সব থেকে জনপ্রিয় পদ্ধতিটি অবশ্যই ধূমপান। কিন্তু এই ধূমপান সরাসরি যেমন ধূমপায়ীকে অসুস্থ করে, তেমনই আশাপাশে থাকা মানুষকেও প্রভাবিত করে। তাই এক সময় যে সব বলিউড তারকারা ধূমপানে আসক্ত ছিলেন, তাঁরা ধীরে ধীরে নিজেদের সরিয়ে নিয়েছেন এই নেশা থেকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ১১:২৫
On World no tobacco day check out the list of bollywood stars including shah rukh khan aamir khan who have quit smoking

শাহরুখ খান থেকে কঙ্কনা সেনশর্মা, ধূমপান ছেড়েছেন বহু তারকাই। ছবি: সংগৃহীত।

বিশ্বকে তামাক মুক্ত করার উদ্দেশ্যে পৃথিবী জুড়ে পালিত হয় তামাক বিরোধী দিবস। ১৯৮৭ সালের পর থেকে প্রতি বছর ৩১ মে এই দিনটি পালন করা হয় মানুষকে সচেতন করার জন্য। তামাক সেবনের সব থেকে জনপ্রিয় পদ্ধতিটি অবশ্যই ধূমপান। কিন্তু এই ধূমপান সরাসরি যেমন ধূমপায়ীকে অসুস্থ করে, তেমনই আশাপাশে থাকা মানুষকেও প্রভাবিত করে। তাই এক সময় যে সব বলিউড তারকারা ধূমপানে আসক্ত ছিলেন, তাঁরা ধীরে ধীরে নিজেদের সরিয়ে নিয়েছেন এই নেশা থেকে। কারা, কবে ছাড়লেন ধূমপান, রইল তালিকা—

শাহরুখ খান:

এই তালিকায় বোধ হয় সর্ব প্রথম থাকার কথা কিং খানের নামই। এক সময় তিনি নিয়মিত ধূমপান করতেন। প্রায় কখনওই তাঁকে দেখা যেত না সিগারেট ছাড়া। কিন্তু নিজের ৫৯ বছরের জন্মদিনে ভক্তদের সামনেই তিনি ঘোষণা করেন, আর ধূমপান করবেন না। শাহরুখ গত প্রায় ৩০ বছর ধরে ধূমপান করছেন।

কঙ্কনা সেন শর্মা:

বাঙালি অভিনেত্রী নিয়মিত ধূমপানে অভ্যস্ত ছিলেন। আর সেই অভ্যাস ছিল মাত্রা ছাড়াই। কিন্তু কঙ্কনা ধূমপান ছেড়ে দেন নিজের সন্তানের জন্য। ২০১১ সালের মার্চ মাসে প্রথম সন্তানের জন্ম দেন কঙ্কনা। তার পর সংবাদমাধ্যমের কাছে তিনিই জানিয়েছিলেন, এই মাতৃত্ব তাঁকে অনেকখানি বদলে দিয়েছে। তিনি রাতারাতি সিদ্ধান্ত নিয়েছেন আর ধূমপান না করার।

সইফ আলি খান:

২০০৭ সালে এক বার অসুস্থ হয়ে পড়েন সইফ আলি খান। তখন তাঁর বয়স মাত্র ৩৬। শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তিনি হৃদ্‌রোগ আক্রান্ত। এর পরই পুরনো অভ্যাস ভুলে যাওয়া শুরু করেন সইফ। একেবারে ছেড়ে দেন ধূমপানের অভ্যাস।

অজয় দেবগন:

অনেকেই বলেন, অজয় নাকি স্ত্রী, কন্যার অনুরোধে ধূমপানের অভ্যাস ছেড়েছেন। তবে অভিনেতা নিজে দাবি করেছেন, নিজের জোরেই তিনি এই অভ্যাস ত্যাগ করেছেন। এমনকি পর্দায় খুব প্রয়োজন না হলে তিনি ধূমপানের দৃশ্যে অভিনয়ও করেন না। তবে অজয়ের বিরুদ্ধে অন্য মাদকজাতীয় দ্রব্যের বিজ্ঞাপন করার অভিযোগ রয়েছে।

আমির খান:

বড় ছেলে জ়ুনেইদ খানের ছবি ‘লাভিয়াপ্পা’ মুক্তির আগেই বড় ঘোষণা করেছিলেন আমির। জানিয়েছিলেন ধূমপানের অভ্যাস ত্যাগ করছেন তিনি। চলতি বছর জানুয়ারি মাসে ভক্তদের সামনে তিনি স্বীকার করেন, ধূমপান করতে তিনি খুবই পছন্দ করেন। কিন্তু এটি স্বাস্থ্যের জন্য মোটেও উপকারি নয়, তিনি জানেন। তাই প্রবীণ নাগরিক হয়ে ওঠার আগেই এই অভ্যাস ত্যাগ করে ফেলেছেন। চলতি বছর মার্চেই ৬০ বছরে পা দিয়েছেন অভিনেতা। আর সে দিনই তিনি তাঁর নতুন প্রেমের কথা ঘোষণা করেছিলেন।

tobacco Shah Rukh Khan Aamir Khan Konkona Sen Sharma Saif Ali Khan Ajay Devgn
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy