Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৮ সেপ্টেম্বর ২০২১ ই-পেপার

অস্কার মনোনীত ‘মুনলাইট’ আসছে ভারতে

সংবাদ সংস্থা
০৬ ফেব্রুয়ারি ২০১৭ ১১:৩৩
'চাঁদেরআলো' এবার ভারতে

'চাঁদেরআলো' এবার ভারতে

১৭ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাবে বহু চর্চিত সিনেমা ‘মুনলাইট’। গোটা বিশ্বষ যদিও আগেই দেখে ফেলেছে সিনেমাটি। এ বার দেখবে এ দেশের সিনেমাপ্রেমীরা। ছবির পরিচালক ব্যারি জেনকিন্স। একটি নাটক থেকে নেওয়া হয়েছে এই সিনেমার গল্প। নাটকটির নাম ‘ইন মুনলাইট ব্ল্যাক বয়েজ লুক ব্লু’। লিখেছেন টারেল অলভিন ম্যাক্রানি। ছবিতে অভিনয় করছেন হলিউড অভিনেতা এবং স্প্রিন্টার ট্রেভান্টে রোডস আন্দ্রে। এই ছবির ঝুলিতে রয়েছে আটটি অস্কারের মনোনয়ন।

সময়ে সঙ্গে সঙ্গে নিজেকে গড়ে তোলার থেকেও নিজেকে বেশি করে আবিষ্কার করার গল্প ‘মুনলাইট’। যেখানে ছবির মূল চরিত্র থাকে সেই মিয়ামির লোকজন এক কথায় সেকেলে। চরিত্রের নাম চিরন। পাড়ার ছেলে যে সমকামী, তা তাঁরা মেনে নিতে পারেন না। ছোটবেলা থেকেই তাঁকে বিদ্রুপের মুখে পড়তে হয়। আর সেই প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতেই সে লড়াই চালায় গোটা সিনেমা জুড়ে। ১০ বছর বয়স থেকে চিরনের দেখভাল শুরু করেন কিউবার এক ড্রাগ ডিলার আর তার প্রেমিকা। নিজের চরিত্র যে আশপাশের লোকজনের থেকে আলাদা হয়ে যাচ্ছে সেটা নিয়ে চিরনের মন খুঁতখুঁতে হতে থাকে। পরে এক বন্ধুর প্রেমে পড়ে যায় চিরন। এ ভাবেই এগিয়ে চলে সিনেমা।

আরও পড়ুন- ২ কোটি টাকার ফ্ল্যাট উপহার দিলেন কঙ্গনা, কাকে?

Advertisement

আরও পড়ুন

More from My Kolkata
Advertisement