মৃত্যুর দুই সপ্তাহ পরে পচাগলা অবস্থায় উদ্ধার হয়েছে পাক-অভিনেত্রীর দেহ। পাকিস্তানের প্রতিরক্ষা দফতরের আবাসনের ভিতর থেকে উদ্ধার হয়েছে ৩২ বছরের হুমাইরা আসগরের দেহ। ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ।
ওই ফ্ল্যাটে একাই থাকতেন হুমাইরা। অভিনেত্রীর দেহ উদ্ধার করার পরে খবর দেওয়া হয় তাঁর বাবাকে। কিন্তু হুমাইরার বাবা দেহ গ্রহণ করতে রাজি নন বলে স্পষ্ট জানিয়ে দেন। পুলিশকে তিনি বলেছেন, “আমরা ওর সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করেছি। তাই আমাদের কিছুই করার নেই। ওর দেহ নিয়ে যা করার আপনারাই করুন। আমরা এই দেহ গ্রহণ করব না।”
পুলিশ জানিয়েছে, প্রথমে হুমাইরার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দেহ নিতে অস্বীকার করেন। পরে বাবাও একই দাবি করেন। তাই এ বার হুমাইরার দেহ কার হাতে তুলে দেওয়া হবে এবং কে শেষকৃত্য পালন করবে তা নিয়ে ধন্দে পড়েছে পুলিশ।
আরও পড়ুন:
গত সাত বছর ধরে করাচির এই ফ্ল্যাটে থাকতেন পাক অভিনেত্রী। চলতি বছরের শুরু থেকে ফ্ল্যাটের মাসিক ভাড়া দেওয়া বন্ধ করে দিয়েছিলেন তিনি। সেই কারণেই ফ্ল্যাটের মালিক আদালতের দ্বারস্থ হয়েছিলেন। চলছিল মামলা। কিন্তু গত কয়েক দিনে হুমাইরার সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেনি খোদ আদালতও। আদালতের নির্দেশেই পুলিশ মঙ্গলবার দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ ওই ফ্ল্যাটে হাজির হয়। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ডাকাডাকির পর সাড়া না মেলায় দরজা ভাঙতে হয় পুলিশকে।