Advertisement
E-Paper

প্রিয়ঙ্কাকে কুকথা, আর নিককে দেখেই ছবি তোলার হিড়িক পাক অভিনেত্রীর

শুক্রবার নিউ ইয়র্ক-এর আর্থার অ্যাশ স্টেডিয়ামে রাফায়েল নাদাল এবং মাতেও বেরেতিনির ইউএস ওপেনের সেমিফাইনালে দর্শকাসনে উপস্থিত ছিলেন নিক এবং মেহউইশ দু’জনেই। সেখানেই আমেরিকান গায়ককে দেখে উত্তেজনা চেপে ধরে রাখতে পারেননি ওই পাকিস্তানি অভিনেত্রী।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৫:২২
ওই অভিনেত্রী এবং প্রিয়ঙ্কা-নিক।

ওই অভিনেত্রী এবং প্রিয়ঙ্কা-নিক।

বলিউড নিয়ে অভিযোগের শেষ নেই পাকিস্তানি অভিনেত্রী মেহউইশ হায়াতের। বলিউডের নাকি ইসলাম-ভীতি রয়েছে, তা অনেক দিন ধরেই বলে আসছেন মেহউইশ। বালাকোট এয়ার স্ট্রাইক প্রসঙ্গে প্রিয়ঙ্কা চোপড়ার ‘জয় হিন্দ’ টুইটের তীব্র সমালোচনাতেও মুখর হয়েছিলেন তিনি। সে সব সত্ত্বেও প্রিয়ঙ্কা চোপড়ার স্বামী নিককে দেখে নিজেকে ধরে রাখতে পারলেন নামেহউইশ । ছবি তুললেন এক সঙ্গে। টুইটারে সেই ছবি পোস্ট দিয়ে লিখলেন, ‘দেখুন কার সঙ্গে ইউএস ওপেন-এ দেখা হয়ে গেল।”

শুক্রবার নিউ ইয়র্ক-এর আর্থার অ্যাশ স্টেডিয়ামে রাফায়েল নাদাল এবং মাতেও বেরেতিনির ইউএস ওপেনের সেমিফাইনালে দর্শকাসনে উপস্থিত ছিলেন নিক এবং মেহউইশ দু’জনেই। সেখানেই আমেরিকান গায়ককে দেখে উত্তেজনা চেপে ধরে রাখতে পারেননি ওই পাকিস্তানি অভিনেত্রী।

যদিও প্রিয়ঙ্কা ওই দিন নিকের সঙ্গে যেতেপারেননি। তাঁর পরবর্তী ছবি ‘ দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার উপলক্ষে টরেন্টো উড়ে গিয়েছিলেন তিনি।

Guess who I ran into at the US Open Men's Semi Finals in New York! One thing we both agreed on was that we were both rooting for @rafaelnadal !🎾 @nickjonas #MehwishHayat #NickJonas #Rafa #USopen #Nyc🇺🇸 @emirates @usopen

A post shared by Mehwish Hayat (@mehwishhayatofficial) on

এর আগে শাহরুখ এবং আলিয়া ভট্টও মেহউইশের রোষানলের শিকার হয়েছিলেন। কিছু দিন আগেই ওই অভিনেত্রী আলিয়া ভট্টের বিরুদ্ধে গান চুরির অভিযোগ এনেছিলেন। শাহরুখের ওয়েব সিরিজ ‘বার্ড অব ব্লাড’ নিয়েও প্রতিবাদ জানিয়েছিলেন মেহউইশ। তাঁর এ রূপ বলিউড বিদ্বেষ থাকা সত্ত্বেও বি-টাউনের ‘জামাই’ নিকের সঙ্গে ছবি কেন তুলতে গেলেন তিনি, প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

আরও পড়ুন-জাইরাকে বাঁচাতে লড়াইয়ে প্রিয়ঙ্কা এবং ফারহান!

আরও পড়ুন- বিয়ে নিয়ে মুখ খুললেন জাহ্নবী, অনেক কিছু বললেন, কিন্তু...

Priyanka Chopra Mehwish Hayat Nick Jonas Gossip Bollywood US Open
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy