গায়ক জ়ুবিন গার্গের মৃত্যুরহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। মৃত্যুর কারণ নিয়ে তদন্ত চলছে। সাধারণ মানুষের বাঁধভাঙা আবেগ দেখা গিয়েছে। জ়ুবিনের জন্য কেউ কাঁদছে, কেউ শোকে বিহ্বল। পাপন থেকে শ্রেয়া ঘোষাল, সম্প্রতি যে শিল্পী যেখানেই অনুষ্ঠান করেছেন, গানে গানে শ্রদ্ধা জানিয়েছেন জ়ুবিনকে। এ বার জ়ুবিনকে নিয়ে সেই একই পরিমাণ আবেগ দেখা গেল পাকিস্তানে।
আরও পড়ুন:
‘অপারেশন সিঁদুর’-এর পর থেকে ভারত-পাকিস্তান দুই দেশের সামাজিক আদানপ্রদান বন্ধ। এই মুহূর্তে পাকশিল্পীরা ভারতে নিষিদ্ধ। তবু জ়ুবিনকে নিয়ে আবেগ যেন কোনও বাধাই মানছে না। পাকিস্তানেও একই রকম জনপ্রিয় ছিলেন গায়ক। সম্প্রতি সেখানকার ‘খুদগর্জ়’ নামের ব্যান্ড করাচিতে অনুষ্ঠান করে। সেখানে হাজার হাজার দর্শকের সামনে তাঁরা মঞ্চে গেয়ে ওঠেন জ়ুবিনের ‘ইয়া আলি’। সামনে দাঁড়িয়ে থাকা দর্শকও কণ্ঠ মেলাতে শুরু করেন সেই গানে। নিমেষে ছড়িয়ে পড়ে সেই ভিডিয়ো। গায়ককে নিয়ে ওই ব্যান্ডের সদস্যরা সমাজমাধ্যমে লেখেন, ‘‘জ়ুবিন গার্গ, আমরা তোমাকে ভালবাসি। তুমি সারাজীবন আমাদের জীবনের অঙ্গ হয়ে থাকবে।’’