মেহেন্দি, গায়েহলুদ ও সঙ্গীত অনুষ্ঠান সব হয়ে যাওয়ার পরেও থমকে গিয়েছে স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে। স্মৃতির আপ্তসহায়ক জানিয়েছিলেন, স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়ায় বিয়ে স্থগিত রাখার সিদ্ধান্ত নেন তাঁরা। কিন্তু তার পর থেকেই নানা রকমের খবর উঠে আসছে। স্মৃতির সঙ্গে প্রতারণার অভিযোগ উঠছে পলাশের বিরুদ্ধে। এখন স্মৃতি ও পলাশ কেমন আছেন, জানালেন সঙ্গীত পরিচালকের মা।
পলাশের মা অমিতার দৃঢ় বিশ্বাস, খুব শীঘ্রই বিয়েটা হবে। ২৩ নভেম্বর বিয়ে স্থগিত হয়ে যাওয়ায়, স্মৃতি ও পলাশ দু’জনেই খুব মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন বলে জানান তিনি। পুত্র পলাশের স্ত্রীকে বাড়িতে বিশেষ ভাবে স্বাগত জানানোর পরিকল্পনাও করেছিলেন অমিতা। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, “স্মৃতি ও পলাশ দু’জনেই খুব কষ্টে রয়েছে। পলাশ বৌ নিয়ে বাড়ি আসার স্বপ্ন দেখেছিল। আমিও ওকে স্বাগত জানানোর বিশেষ পরিকল্পনা করেছিলাম। আমার বিশ্বাস, সব ঠিক হয়ে যাবে। খুব শীঘ্রই বিয়েটা হবে।”
আরও পড়ুন:
২৩ নভেম্বর বিয়ে হওয়ার কথা ছিল স্মৃতি ও পলাশের। কিন্তু থমকে যায় বিয়ে। হৃদ্রোগে আক্রান্ত হওয়ার মতো উপসর্গ ছিল স্মৃতির বাবার। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিছুক্ষণ পরে পলাশও অসুস্থ হয়ে পড়েন। তাঁকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সাঙ্গলীর হাসপাতাল থেকে তাঁকে মুম্বইয়ের হাসপাতালে নিয়ে আসা হয়। জানা যায়, মানসিক চাপ থেকে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। অন্য দিকে স্মৃতির বাবাও মানসিক ও শারীরিক চাপ থেকে অসুস্থ হয়ে পড়েছিলেন বলে খবর।