এই স্বীকারোক্তি করলেন পাওলি দাম। চমকে গেলেন?
না! কোনও গসিপ নেই এর মধ্যে। কোনও রহস্যও নেই। পরিচালক মৈনাক ভৌমিকের সঙ্গে পাওলির জার্নি শুরু হয়েছিল ‘বেডরুম’ ছবি দিয়ে। পুজোয় মুক্তি পাবে মৈনাক-পাওলি জুটির তৃতীয় ছবি ‘চলচ্চিত্র সার্কাস’।
আরও পড়ুন, ডিসেম্বরেই অর্জুনকে বিয়ে করছেন পাওলি দাম
পাওলি জানালেন, নাম থেকেই বোঝা যাচ্ছে এ ছবি ডার্ক কমেডির। একটা ছবি তৈরি করতে বাস্তবে যে চরিত্রদের প্রয়োজন হয়, এই ছবিতে সে সব চরিত্রকেই রেখেছেন পরিচালক। ছবিতে পাওলি এক জন সহকারী পরিচালকের চরিত্রে অভিনয় করেছেন। তাঁর দাবি, মানুষ বুঝতে পারবেন এক জন সহকারী পরিচালকের জীবন ঠিক কেমন হয়।
আরও পড়ুন, কে পাশ, কে ফেল, দেখুন টলি নায়িকাদের হাফ ইয়ারলি মার্কশিট
পাওলির কথায়, ‘‘মৈনাকের সঙ্গে কাজ করতে সব সময় ভাল লাগে। সেটা কোথাও রিফ্লেক্ট হয়েছে ছবিতে।’’ পুজোতে একসঙ্গে অনেকগুলো ছবি রিলিজ করছে। দর্শকদের সব ছবি দেখারই আবেদন জানিয়েছেন অভিনেত্রী। তবে শেষে বললেন, ‘‘চলচ্চিত্র সার্কাস একটু বেশি করে দেখুন।’’