বছর ৪২-এর অভিনেত্রী শেফালী জরীওয়ালার আকস্মিক মৃত্যুতে হতবাক বলিউড। হার্ট অ্যাটাক, না কি রক্তচাপ কমে গিয়ে এমন ঘটনা ঘটল, তা নিয়ে কাটাছেঁড়া চলছে। ‘কাঁটা লগা’ গানের মাধ্যমে রাতারাতি বিখ্যাত হয়ে পড়া শেফালীর জীবন যে এ ভাবে শেষ হতে পারে, তা তাঁর অনুরাগীরা মানতে পারছেন না। ঠিক তেমনই শোকে ভেঙে পড়েছেন তাঁর স্বামী পরাগ ত্যাগীও। স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন পরাগ। কিন্তু তাঁর কথায়, শেফালী ছাড়া প্রতিটা দিন কাটানো কষ্টকর। সশরীরে শেফালী তাঁর কাছে না থাকলেও তাঁর চোখের সামনে রাখতে চান শেফালীকে।
আরও পড়ুন:
শেফালী পরাগ ও সিম্বা (দম্পতির পোষ্য) এই তিনজনকে নিয়ে ছিল সংসার। ২৭ জুনের পর হঠাৎ যেন গোটা বাড়িটা খালি হয়ে গিয়েছে। আগের সন্ধ্যায়ও যিনি ছিলেন সমস্ত ঘর জুড়ে, পরদিন সকালেই তাঁর আর কোনও অস্তিত্ব নেই! এমন পরিস্থিতিতে নিজেকে যেন সামলে উঠতে পারছেন না অভিনেত্রীর স্বামী। তাঁর সমাজমাধ্যম জুড়ে ভেসে রয়েছে প্রয়াত স্ত্রীয়ের সঙ্গে কাটানো নানা মুহূর্ত। এ বার শেফলীকে কাছে রাখতে তিনি বাড়ির প্রায় সব ক’টি দেওয়াল মুড়ে দিলেন শেফালী ও তাঁর ছবি দিয়ে। পরাগ নিজেদের অন্দরমহলের ছবি ভাগ করে লেখেন, ‘‘আমি হয়তো তোমাকে জড়িয়ে ধরতে পারব না। কিন্তু আমার হৃদয়ে যেমন তুমি থাকবে, তেমনই আমার চোখের সামনে তুমি সর্বক্ষণ থাকবে। চেষ্টা করছি এই শূন্যতার সঙ্গে মানিয়ে নিতে। আমার পরী আমার চারপাশেই আছে। আমার প্রতি দেহের কোষে তুমি আছ। ওর জন্য প্রার্থনা করবেন সকলে।’’