বয়স ধরে রাখতে তৎপর ছিলেন নাকি! মৃত্যুর পরে শেফালি জরীওয়ালার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বাক্স বাক্স অ্যান্টি-এজিং ওষুধ, মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট। পরিবারের পক্ষ থেকে জানা হয়েছে, চিকিৎসকের পরামর্শ না নিয়েই ওষুধগুলি খাচ্ছিলেন শেফালি। বার্ধক্যের মতো সত্যিকে মানতে অসুবিধা! নিজের বয়স ধরে রাখতে অতি তৎপর ছিলেন শেফালি! সৌন্দর্য ধরে রাখা কি এতটাই প্রয়োজনীয়! এই নিয়ে উঠছে নানা প্রশ্ন। এ বার শেফালির মৃত্যুতে কোন প্রশ্ন তুললেন অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত?
অভিনেত্রী সাতসকালে একটি ভিডিয়ো করেন। মুখে রূপটানের লেশমাত্র নেই। সকালে উঠে ঠিক যেমন ছিলেন সে ভাবেই চলে আসেন সমাজমাধ্যমে। যৌবন ধরে রাখতে আসলে বোটক্স পদ্ধতির বিরোধিতা করেছেন মল্লিকা। শেফালির এই অকালপ্রয়াণের পরে মল্লিকা বলেন, ‘‘সকাল সকাল উঠে ভিডিয়ো করছি। কোনও রকমের ফিলার ব্যবহার করিনি। না কোনও রূপটান রয়েছে, না কেশবিন্যাস। সকালে উঠে এটাই প্রথম করলাম। আসলে এ ভাবে এলাম এটাই বলতে যে, দয়া করে বোটক্স করবেন না। বরং স্বাস্থ্যসম্মত জীবন যাপন করুন।’’ মল্লিকা আরও বলেন, ‘‘আমি কোনও ধরনের বোটক্স করাইনি। আমি স্বাস্থ্যকর খাবার খাই। তাড়াতাড়ি শুয়ে পড়ি। নিয়মিত শরীরচর্চা করি। তাতেই যথেষ্ট।’’