এ ভাবেও ফেরানো যায় প্রিয় মানুষকে! এ ভাবেও চিরতরে হারিয়ে যাওয়া আপনজনের ঐতিহ্য বাঁচিয়ে রাখা যায়? তাঁর ছেড়ে যাওয়া সংস্কার, আচার-অনুষ্ঠান, অনুভূতি নতুন করে ছড়িয়ে দেওয়া যায় পরিচিতদের মধ্যে। শনিবার রাখিবন্ধনের দিন সেটাই করলেন পরাগ ত্যাগী। তাঁর সদ্যপ্রয়াত স্ত্রী শেফালী জরিওয়ালা এই বিশেষ দিনে যা যা করতেন সেটাই দায়িত্ব নিয়ে পালন করলেন তিনি। সেই ছবি ভাগ করে নিয়ে প্রয়াত স্ত্রী-র প্রতি বার্তা, “তোমাকে কিছুতেই মরে যেতে দেব না। হারিয়ে যেতে দেব না।”
বলিউড জানে, প্রত্যেক বছর এই দিন ধুমধাম করে রাখিবন্ধন উৎসব পালন করতেন শেফালী। ‘বিগ বস’-খ্যাত নেটপ্রভাবী ‘হিন্দুস্তানি ভাউ’ তাঁর পাতানো ভাই ছিলেন। প্রত্যেক বছর নিয়ম করে তিনি অভিনেত্রীর বাড়িতে আসতেন। রাখি পরে যেতেন। একই ভাবে ‘কাঁটা লাগা গার্ল’ রাখি পরাতেন গৃহকর্মী রাম এবং তাঁদের পোষ্য সারমেয় সিম্বাকে। এ দিন সেই আচার-অনুষ্ঠান নিখুঁত ভাবে পালন করলেন পরাগ। তিনি রাম এবং সিম্বার আরতি করেন। কপালে মঙ্গল তিলক এঁকে দেন। হাতে বেঁধে রাখি। সামনে শেফালীর ফুল দিয়ে সাজানো বিশাল ছবি জ্বলজ্বল করছে। যেন ‘ছবি’ হয়ে গিয়েও দেখতে পাচ্ছেন, তাঁর ফেলে যাওয়া আচার নিষ্ঠার সঙ্গে পালিত হচ্ছে!
পরাগের এই পদক্ষেপ ভিডিয়ো আকারে ছড়িয়ে পড়তেই চোখ ভিজেছে শেফালীর অনুরাগীদের। তাঁরা পরাগকে শুভেচ্ছা জানিয়েছেন। যদিও তাঁর দাবি, তিনি যা করছেন সবটাই প্রয়াত স্ত্রীকে ভালবেসে। শেফালী যেমন সবাইকে বেঁধে রেখেছিলেন তিনিও সেটাই চেষ্টা করছেন। এ দিন ‘হিন্দুস্তানি ভাউ’-ও শেফালীর নামে হাতে রাখি বাঁধেন।