Advertisement
E-Paper

গোলাপি লম্বা লম্বা আঙুল, ছোট ছোট নরম নখ, কেমন দেখতে হল পিয়া-পরমের একমাসের ছেলেকে?

পিয়া আগেই জানিয়েছেন ছেলের ন্যাপি বদলানো থেকে গান শোনানো— সবই করছেন বাবা পরম। এ বার ছেলেকে সকলের সঙ্গে আলাপ করিয়ে দিলেন!

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৫ ১৪:৪৪
Parambrata Chatterjee’s Wife Piya Chakraborty shares glimpse of their son

পরম-পিয়ার ছেলেকে কার মত দেখতে হয়েছে? ছবি: সংগৃহীত।

গত ২ জুন নতুন জীবন শুরু হয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর। বাবা-মা হয়েছেন তাঁরা। ছেলের বয়স এক মাস পেরিয়েছে। এখনও পর্যন্ত ছেলেকে প্রকাশ্যে আনেননি তাঁরা। এমনকি ছেলের নাম কী দিয়েছেন, তা-ও জানাননি। তবে বাবা-মা যে পুরোদমে ছেলেকে নিয়ে ব্যস্ত বোঝাই যাচ্ছে। মাঝে অবশ্য ক’টা দিন একটি অনুষ্ঠানে যোগ দিতে আমেরিকা গিয়েছিলেন অভিনেতা। সেই সময় পিয়াকেই সামলাতে হয়েছে সবটা। যদিও আগেই জানিয়েছেন ছেলের ন্যাপি বদলানো থেকে গান শোনানো— সবই করছেন বাবা পরম।

প্রথম থেকেই জল্পনা রয়েছে কার মত দেখতে তাঁদের পুত্রকে। এ বার ছেলেকে সকলের সঙ্গে আলাপ করিয়ে দিলেন পিয়া! জীবনের নতুন এই অধ্যায় উপভোগ করছেন তিনি, আগেই জানিয়েছিলেন। ছেলের বড় হয়ে ওঠার মুহূর্তের সাক্ষী থাকতে চান বলে পিতৃত্বকালীন ছুটি নেবেন বলেই জানিয়েছেন পরমব্রতও। এ বছর পিতৃদিবসে ছেলের সঙ্গে আঙুল ছোঁয়ানো ছবি দেন অভিনেতা।

এ বার ছেলের সঙ্গে ছবি দিলেন পিয়াও। তিনিও স্বামীর পন্থাই অবলম্বন করলেন। ছেলের মুখ নয় হাত প্রকাশ্য আনলেন। গোলাপী আঙুল, ছোট ছোট নখ। শক্ত করে সে ধরে রয়েছে মায়ের হাতে। ছবির ক্যাপশনে পিয়া লেখেন, ‘মাম্মাস্‌ বেবি’ (মায়ের সোনা)।

ছেলে প্রসঙ্গে দিন কয়েক আগেই অভিনেতা-পত্নীর বলেন, “এখনও বুঝতে পারছি না ওকে ছেলে কার মতো দেখতে হয়েছে। কখনও মনে হয় মুখের কিছু অংশ আমার মতো। পরের দিনই হয়তো ওকে বাবার মতো দেখায়! আপাতত, আমাদের দু’জনের ছায়াই ওর মুখে।”

Parambrata Chatterjee piya chakraborty Baby Boy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy