Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Parambrata Chattopadhyay

Parambrata: কাঁচাপাকা চুল, চোখে মোটা ফ্রেমের চশমা! পরমব্রত প্রবীণ হলে কি এই রকমই দেখতে লাগবে?

প্রকাশ্যে পরমব্রত চট্টোপাধ্যায়ের ‘জতুগৃহ’ ছবির যাজক রূপ।

পরমব্রত চট্টোপাধ্যায়।

পরমব্রত চট্টোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১ ১৪:৩১
Share: Save:

বয়স বাড়লে কেমন দেখতে হবেন পরমব্রত চট্টোপাধ্যায়? পরিচালক সপ্তাশ্ব বসু জানাচ্ছেন, মাথা ভর্তি কাঁচাপাকা চুল থাকবে। চোখে কালো, মোটা ফ্রেমের চশমা উঠবে। চেহারাতেও হাল্কা ভারিক্কি ভাব আসবে। শুধুই জানিয়েই থামছেন না পরিচালক। পরমব্রতর সেই ছবি তিনি প্রকাশ্যে আনছেন রবিবার বিকেল পাঁচটায়। তার আগেই ‘প্রবীণ পরমব্রত’র সেই ‘লুক’-এর সন্ধান পেল আনন্দবাজার অনলাইন। সপ্তাশ্ব জানিয়েছেন, তাঁর আগামী ছবি ‘জতুগৃহ’-তে অভিনেতা প্রবীণ ‘যাজক জোসেফ’-এর ভূমিকায় অভিনয় করেছেন। সেই অনুযায়ী অভিনেতার পরনে সাদা পোশাক। গলায় ক্রশ ঝুলছে। কাঠের একটি বেঞ্চে বসে তিনি। দৃষ্টি ছড়িয়ে দিয়েছেন দূরে। এ দিন ছবির প্রথম ঝলকও সামনে আনবেন সপ্তাশ্ব।

এর আগে আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে স্বয়ং ‘যাজক জোসেফ’ কথা বলেছিলেন তাঁর চরিত্র নিয়ে। জানিয়েছিলেন, সপ্তাশ্বের আগ্রহ, সাইকো-হরর ছবির চিত্রনাট্যের আকর্ষণ এবং তাঁর চরিত্র— এই কারণগুলিই তাঁকে রাজি করিয়েছে। বলেছেন, ‘‘যত বার চরিত্রের খাতিরে বয়স বাড়াতে হয়েছে, নিজেকে একটাই শাসন করেছি। বলেছি, ভেঙেচুরে যত খুশি পরীক্ষা করো। খবরদার, ওজন বাড়িও না। এ বারেও সেটাই বলেছি নিজেকে। আর কী ভাবে তৈরি হয়েছি? চিত্রনাট্য শুনে বুঝেছি, জোসেফ ভাঙা মনের মানুষ। অন্ধ অতীতও রয়েছে। সে ভাবেই নিজেকে ক্যামেরার সামনে মেলে ধরার চেষ্টা করেছি।’’ প্রসঙ্গত, চলতি বছরের শীতে এ ছবির মুক্তির কথা ছিল। অতিমারির কারণে পূর্বনির্ধারিত মুক্তির দিন পিছিয়েছে। সব ঠিক থাকলে সম্ভবত নতুন বছরে নতুন ছবি উপহার দিতে চলেছেন সপ্তাশ্ব।

ছবিতে এ ভাবেই দেখা যাবে পরমব্রতকে।

ছবিতে এ ভাবেই দেখা যাবে পরমব্রতকে।

ছবিতে পরমব্রত ছাড়াও অভিনয় করেছেন পায়েল সরকার, বনি সেনগুপ্ত, পিয়ালি চট্টোপাধ্যায়, অংশু বাচ। প্রথম ঝলকে বনির সঙ্গে নানা ভৌতিক ঘটনা ঘটতে দেখা যাবে। বেশির ভাগ শ্যুটিং কালিম্পঙে হয়েছে। ছবিতে বনি হোটেল ম্যানেজার। পরিচালকের কথায়, বনির চোখ দিয়ে দর্শকেরা পুরো গল্প দেখবেন। টিম ‘জতুগৃহ’ জানিয়েছেন, ছবির পটভূমিকায় নিষাদগঞ্জ নামের এক জনপদ। সেখানকার এক ধনী, খ্রিস্টান চা-বাগানের মালিকের মেয়ের ভূমিকায় দেখা যাবে পায়েলকে। নাম মেলিসা। তিনিই ছবির মুখ্য নারী চরিত্র। ছবির আকর্ষণ ধরে রাখতে আপাতত এর বেশি মুখ খোলেননি তাঁরা।

সপ্তাশ্বের কথায় , ‘‘সেপ্টেম্বরে ছবির বাকি কাজ শেষ হয়ে যাবে। তার পরেই মু্ক্তির দিন ঘোষণা হবে। দর্শকের আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাঁরা যাতে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখেন, তার জন্যই আগাম উপহার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Parambrata Chattopadhyay Tollywood Bengali Cinema
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE