Advertisement
E-Paper

‘এমন পোশাক কেন পরেন?’ ফের ট্রোলড‌্ পরিণীতি

কাঁধ খোলা আকাশি রঙের ড্রেস। মুম্বইতে ফিল্ম প্রোমোশনে গিয়েছিলেন পরিণীতি চোপড়া। আর সেই পোশাক নিয়েই তীব্র ভাবে ট্রোলড্ হতে হল পরিণীতিকে। একে তো ‘এ কেমন’ পোশাক, তার উপরে তা কেন সামলাতে পারছিলেন না, তা নিয়েও ট্রোলিং।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৮ ১৮:১০
এই পোশাক নিয়েই ট্রোলড্ হতে হয়েছে পরিণীতিকে। ছবি: ইনস্টাগ্রাম।

এই পোশাক নিয়েই ট্রোলড্ হতে হয়েছে পরিণীতিকে। ছবি: ইনস্টাগ্রাম।

কাঁধ খোলা আকাশি রঙের ড্রেস। মুম্বইতে ফিল্ম প্রোমোশনে গিয়েছিলেন পরিণীতি চোপড়া। আর সেই পোশাক নিয়েই তীব্র ভাবে ট্রোলড্ হতে হল পরিণীতিকে। একে তো ‘এ কেমন’ পোশাক, তার উপরে তা কেন সামলাতে পারছিলেন না, তা নিয়েও ট্রোলিং।

‘নমস্তে ইংল্যান্ড’ এর প্রোমোশনে এসেছিলেন পরিণীতি। সঙ্গে ছিলেন অর্জুন কপূর। পাপারাৎজিদের দিকে পোজ দিতে এগিয়ে আসছিলেন অভিনেত্রী। পোশাক নিয়ে কেমন যেন অস্বস্তি-অস্বস্তি ভাব। কখনও নিজের পোশাক ঠিকঠাক করছেন, কখনও এলো চুল সেট করছেন।

ছবিগুলি দেখে অনেকেরই মনে হয়েছে, যে পোশাক তিনি পরেছেন, তা আদৌ ‘ক্যারি’ করতে পারছেন না পরিণীতি। ইনস্টাগ্রামে একজন লিখেছেন— ‘‘যে কোনও পোশাকে পরিণীতি প্রায় সবসময়েই কনফিডেন্ট। তবে ইদানিং ওজন কমানোর পর থেকে নিজের পোশাক নিয়ে কিছুটা টালমাটাল অবস্থা দেখছি পরিণীতির।’’

পাপারাৎজিদের দিকে পোজ দিতে এগিয়ে আসছেন পরিণীতি

Parineeti chopra's exclusive nipple show! Those heavy boobs and big nipples 😍♥️ she's back with fat.. Her thighs are just lickable. #parineetichopra #priyankachopra #nickjonas #kareenakapoor #deepikasingh #meghanmarkle #mirakapoor #bhabhi #deepikapadukone #kritikharbanda #shivangijoshi #hinakhan #Instagram #vacation #bollywood #hollywood #promotion #interview #thicc #cleavage #shahidkapoor #akshaykumar #MouniRoy #insta #divyankatripathi #anitahassanandani #anushkasharma #aliabhatt #shraddhakapoor #shrutihassan

A post shared by TV sexy queens (@_tvdiva) on

আর পরক্ষণেই আর এক জন জুড়ে দিলেন ‘‘কী দরকার এই ধরনের পোশাক পরার, যেটা সামলাতেই পারেন না?’’ কেউ তো আবার অভিনেত্রীর পোশাক আর শরীর জুড়েও বিদ্রুপ করেছেন। সোশ্যাল প্ল্যাটফর্মে সোজা লিখে দিয়েছেন, ‘‘পোশাকটাই তো খুব টাইট। মনে হচ্ছে যেন ওঁর শরীরে লেপ্টে আছে। ঠিকঠাক ফিটই তো হচ্ছে না।’’

আরও পড়ুন: রণবীরের সঙ্গে সম্পর্ক স্বীকার করে নিলেন আলিয়া!

আরও পড়ুন: অঞ্জনা ভৌমিকের বিরল ছবি শেয়ার করলেন সৃজিত

২০১৬ সালেই ফ্যাট থেকে ফিট হয়েছেন পরিণীতি। এর আগেও ট্রোলড হতে হয়েছিল তাঁকে। সে বারও সেই বডি শেমিং। তখন পরিণীতির বক্তব্য ছিল— ‘‘এগুলোকে বরাবরই আমি মজার ছলেই ডিল করে এসেছি।’’ কেন রোগা হতে গেলেন? এই প্রশ্নও ঘুরেফিরে আসে পরিণীতির কাছে। আর তাতে অভিনেত্রীর সোজাসাপটা উত্তর— ‘‘ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ যে আমাকে বলিউডের হিরোইন করে পাঠিয়েছেন। আর ওই মনোবলই আমাকে রোগা হতে সাহায্য করেছে।’’

বেশ কিছু ফ্লপের পর পরিণীতি আবার নতুন ছবিতে হাত দিতে চলেছেন। ‘নমস্তে ইংল্যান্ড’-এ পরিণীতিকে দেখা যাবে অর্জুন কপূরের সঙ্গে।

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

Parineeti Chopra Trolled Tight Outfit Namaste England Bollywood Celebrities পরিণীতি চোপড়া Video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy