পাভেলের ‘মন খারাপ’। যার জন্য তিনি নাকি ২৭ কেজি ওজন ঝরিয়েছেন!
পরিচালককে দেখলে চেনার উপায় নেই। অঙ্কুশ হাজরা, ঋদ্ধি সেনের পাশে দাঁড়ালে রীতিমতো প্রশ্ন তুলে দিচ্ছেন, নায়ক কে? সেই ফুলো ফুলো গাল, গোলগাল চেহারা উধাও। পাভেল ছিপছিপে, ঝকঝকে। ব্যাপারটা কী? টলিউড বলছে, একের পর এক ছবিতে অভিনয় করছেন তিনি। পরিচালনা থেকে এ বার অভিনয়ে? বৃহস্পতিবার খবরে শিলমোহর দিয়েছেন পাভেল নিজেই। তাঁর আগামী দু’টি ছবি ‘কলকাতা চলন্তিকা’ এবং ‘মন খারাপ’-এ পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন। আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, প্রথম ছবিতে তিনি কবি। দ্বিতীয়টিতে মনোরোগী। তাঁর চিকিৎসক খোদ অঙ্কুশ।
হঠাৎ অভিনয়ে কেন? ফোনের ও পার থেকে ভেসে আসা গলার স্বর বলছে, পাভেল খোশমেজাজে। বললেন, ‘‘পরিচালনার পাশাপাশি পাভেল আরও অনেক কিছু করেছে। কখনও অন্যের ছবির গল্প লিখেছে, কখনও চিত্রনাট্য। কখনও গান লিখে দিয়েছে, কখনও কবিতা বা সংলাপ। বাকি ছিল অভিনয়। সেটাও পূরণ হল।’’