বিতর্কে পলাশ মুচ্ছল। তিনি নাকি হবু স্ত্রী স্মৃতি মন্ধানাকে ঠকাচ্ছিলেন। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি স্ক্রিনশটকে কেন্দ্র করে এই বিতর্কই তৈরি হয়েছে। এর মধ্যেই উঠে এসেছে পলাশের প্রাক্তন প্রেমিকার কথাও। এ বার হার্দিক পাণ্ড্যের প্রাক্তন স্ত্রী নাতাশা স্তানকোভিচের সঙ্গে তাঁর একটি ভি়ডিয়ো ছড়িয়ে পড়ল।
২৩ নভেম্বর বিয়ে হওয়ার কথা ছিল স্মৃতি ও পলাশের। কিন্তু থমকে গিয়েছে বিয়ে। মেরি ডি’কোস্টা নামে এক মহিলার সঙ্গে পলাশের কথোপকথন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এর মধ্যেই নাতাশার সঙ্গে পলাশের ভিডিয়ো দেখেও প্রশ্ন তুলছে নেটাগরিক। ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি গাড়ির পিছনের আসনে বসে রয়েছেন পলাশ ও নাতাশা। গাড়িতে বাদশার গান চলছে ‘ডিজেওয়ালে বাবু মেরা গানা বজা দে’। সেই গানের সঙ্গে গাড়িতে বসে বসেই নাচছেন পলাশ ও নাতাশা। এই ভিডিয়ো দেখে নেটাগরিকের একাংশের বক্তব্য, “বরাবরই কি পলাশ এমন মহিলাসঙ্গ উপভোগ করেন?” আর একদলের অবশ্য মত, “দু’জনেই বিনোদনজগতের মানুষ। হতেই পারে কোনও কাজের জন্য দেখা করেছিলেন।”
আরও পড়ুন:
উল্লিখিত গানটি বেশ কয়েক বছর আগের। গানটি ছিল র্যাপার বাদশার। মিউজ়িক ভিডিয়োয় দেখা গিয়েছিল নাতাশাকে।
উল্লেখ্য, ২০১৯ সাল থেকে স্মৃতি ও পলাশ সম্পর্কে। দিনকয়েক আগে নাটকীয় কায়দায় প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সঙ্গীত পরিচালক। তার পরে একে একে হয় মেহেন্দি, সঙ্গীত ও গায়েহলুদ। সঙ্গীত অনুষ্ঠানে পলাশ ও স্মৃতির নাচ দেখেও মুগ্ধ হন সকলে। কিন্তু ২৩ নভেম্বর স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়ায় থমকে যায় তাঁদের বিয়ে। তার পরের দিনই আসে বিতর্কিত স্ক্রিনশট। সেগুলি নিয়ে এখনও যদিও কেউ মুখ খোলেননি।