বড় দুর্ঘটনার মুখে ‘ফুলকি’ খ্যাত অভিনেত্রী দিব্যাণী মণ্ডল। অভিনেত্রী কৃষ্ণভক্ত হিসেবে পরিচিত। শনিবার জন্মাষ্টমী। সেই উপলক্ষে মুর্শিদাবাদে নিজের বাড়ি যাচ্ছিলেন তিনি। সঙ্গে ছিলেন বন্ধুরা। সেই সময়েই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। নৈহাটির কাছাকাছি একটি জায়গায় ঘটনাটি ঘটে। গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন বলেই নাকি দুর্ঘটনা। দিব্যাণীর বিধ্বস্ত গাড়ির ছবি দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। তবে দিব্যাণী এই মুহূর্তে সুস্থ ও নিরাপদে রয়েছেন। নিজেই আনন্দবাজার ডট কম-কে জানিয়েছেন তিনি।
অভিনেত্রী বলেছেন, “চালক কাকু ঘুমিয়ে পড়েছিলেন। প্রশিক্ষিত চালককেই আমরা ডেকেছিলাম। আমরা গাড়িতে সকলেই ঘুমোচ্ছিলাম। তাই ওঁকে জিজ্ঞাসা করেছিলাম, আপনার ঘুম পেয়ে যাবে না তো! কিন্তু তিনি বলেছিলেন, তেমন কোনও সম্ভাবনাই নেই। এখন তাই মনে হচ্ছে, আমরা না ঘুমোলেই ভাল হত।”
আরও পড়ুন:
গাড়িতে পিছনের আসনে মাঝখানে বসেছিলেন অভিনেত্রী। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায় দিব্যাণীর। তার পরেই কাঁদতে কাঁদতে গাড়ি থেকে নামেন তিনি। দিব্যাণী বলেছেন, “এখন মনে হচ্ছে আমারই দোষ। সামান্য ঘাড়ে লেগেছে আমার। তবে জয়দাদার মাথায় খুব লেগেছে। তবে গাড়ির যা অবস্থা, সেই তুলনায় আমাদের কিছুই হয়নি ঈশ্বরের কৃপায়।”
এখনও আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছেন দিব্যাণী। তবে কাল জন্মাষ্টমী পুজো দেবেন বলেও জানিয়েছেন।